Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মেসি আর্জেন্টিনা ছেড়ে যেয়ো না, আবেদন তেভেজের

এটা ঘটনা যে, বার বার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা খুবই কঠিন।

মহানায়ক: এখনও মেসির জন্যই সরব তাঁর সতীর্থেরা। —ফাইল চিত্র।

মহানায়ক: এখনও মেসির জন্যই সরব তাঁর সতীর্থেরা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৩:১৫
Share: Save:

‘‘অবসর নিয়ো না। আর্জেন্টিনার তোমাকে দরকার,’’ লিয়োনেল মেসিকে আর্জি জানালেন জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ কার্লোস তেভেজ। রাশিয়ায় ভরাডুবির সৌজন্যে বার্সেলোনার মহাতারকা আর কখনও জাতীয় দলের হয়ে খেলবেন না বলে শোনা যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছেন তেভেজ। বলছেন, ‘‘আমার মনে হয় লিয়োর উচিত নিজেকে নিয়ে আরও বেশি করে ভাবার। ওকে দেখতে হবে, আমাদের ফুটবলের আগামী দিনের পরিকল্পনায় ও খুশি কি না। এটা ঘটনা যে, বার বার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা খুবই কঠিন।’’

তবু এমন জটিলতার মধ্যেও তাঁর মনে হচ্ছে, ‘‘আমাদের ওকে দরকার। লিয়োই এখন আর্জেন্টিনার ফুটবলের আত্মা। ও-ই আমার দেশের সবার আদর্শ। যতদিন খেলবে ততদিন ওকে বড় দায়িত্ব নিতেও হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘তাই আমি লিয়োকে অনুরোধ করব, মাথা ঠান্ডা করে বিশ্রাম নাও। নিজেকে আগের মতো তরতাজা রাখো। নিশ্চয়ই তুমি পারবে। তোমার সে ক্ষমতা আছে। তাই চেষ্টাটা অন্তত করে যাও। মাঠের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিছু করার নেই। তোমাকে ছাড়া আমাদের চলবে না।’’ তেভেজের ধারণা, মেসি যাতে জাতীয় দলের হয়েও নিজেকে মেলে ধরতে পারেন তার পর্যাপ্ত ব্যবস্থাই করা হচ্ছে না। ‘‘আমরা শুধু সময় নষ্ট করেছি এত দিন ধরে। এক বারও ভাবিনি, ঠিক কেমন পরিবেশ পেলে ওর খেলতে সুবিধে হবে। এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা,’’ বলেছেন তেভেজ। এ দিকে হর্হে সাম্পাওলির জায়গায় কে আর্জেন্টিনার কোচ হবেন তা নিয়ে বিশ্ব ফুটবলে এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে বেশ কিছু নাম। পেরুর কোচ রিকার্ডো গারেকা ও কলম্বিয়ার হোসে পেকারম্যানের নাম নিয়ে আলোচনাটা হচ্ছে সব চেয়ে বেশি। এঁদের মধ্যে ২০০৬ বিশ্বকাপে পেকারম্যান কোচ ছিলেন আর্জেন্টিনার। সে বার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন তেভেজ। তাঁর মনে হচ্ছে, এই মুহূর্তের সাম্পাওলির শূন্যস্থান পূরণ করার জন্য যোগ্যতম লোক ৬৮ বছরের পেকারম্যানই। তেভেজ বলেছেন, ‘‘আমার মনে হয় হোসের কোচিংয়েই আমরা সাম্প্রতিক কালে বিশ্বকাপ জয়ের সব চেয়ে কাছাকাছি জায়গায় পৌঁছেছিলাম। সে বার জার্মানিকে হারাতে পারলেই আমরা নিশ্চিত চ্যাম্পিয়ন হতাম। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তাই আর্জেন্টিনা শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে যায়। কিন্তু সে বার আমা সত্যিই চ্যাম্পিয়নের মতো খেলেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina Carlos Tevez Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE