Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Football

করোনাভাইরাসে আক্রান্ত তুরস্কের বিশ্বকাপার গোলকিপার রুস্তু

সব কিছু ঠিকঠাকই ছিল। দ্রুতই বদলে যায় পরিস্থিতি। করোনাআক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয় রুস্তুর শরীরে।

হাসপাতালে তুরস্কের বিশ্বকাপার গোলকিপার রুস্তু। — ফাইল চিত্র।

হাসপাতালে তুরস্কের বিশ্বকাপার গোলকিপার রুস্তু। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
আঙ্কারা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ১৯:৪৪
Share: Save:

করোনাভাইরাসে আক্রান্ত তুরস্কের বিশ্বকাপার গোলকিপার রুস্তু রেকবার। হাসপাতালে ভর্তি আছেন তিনি।

রুস্তুর স্ত্রী ইসিল রেকবার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘‘আমার স্বামী করোনাআক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলছে ওর।’’

সব কিছু ঠিকঠাকই ছিল। দ্রুতই বদলে যায় পরিস্থিতি। করোনাআক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয় রুস্তুর শরীরে। এত দ্রুত ঘটে যায় সব ঘটনাগুলো যে তার ধাক্কা সামলে উঠতে পারেনি রুস্তুর পরিবার।

আরও পড়ুন: হাহাকার আর ‘মৃত্যুর দেশ’ ইটালিতে ঘরবন্দি ‘ভারতসেরা’ গোলকিপার

২০০২ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিল তুরস্ক। সে বারের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। রুস্তু রেকবার তুরস্কের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। করোনাভাইরাসকে হালকা করে না দেখার অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।

ইসিল বলেছেন, ‘‘আমি, আমার ছেলে ও মেয়ে সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেবল রুস্তুর রিপোর্টই পজিটিভ ছিল।’’ রুস্তু এখন একা হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই মারণ ভাইরাসকে কেউ যেন হাল্কা ভাবে না নেন, তার অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona Rustu Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE