Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Dale Styen

স্টেইনকে চ্যাম্পিয়ন বললেন কোহালি

লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান বহু ক্রিকেটার।

ডেল স্টেইনকে শুভেচ্ছা জানালেন কোহালি। ছবি: এএফপি।

ডেল স্টেইনকে শুভেচ্ছা জানালেন কোহালি। ছবি: এএফপি।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৬:৩৬
Share: Save:

টেস্ট ক্রিকেট থেকে সোমবারই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন। লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান বহু ক্রিকেটার। ভারত অধিনায়ক বিরাট কোহালি টুইট করে শুভেচ্ছা জানান প্রোটিয়া এই পেসারকে। কোহালি টুইট করে লেখেন, ‘ক্রিকেটের এক সত্যিকারের চ্যাম্পিয়ন। অবসরের অনেক শুভেচ্ছা পেস মেশিন।’

আইপিএল ২০১৯-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দু’টি ম্যাচ খেলর পরে চোটের জন্য ছিটকে যান স্টেইন। তবে আরসিবি-র অধিনায়ক কোহালির এই বার্তা হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। স্টেইনকে শুভেচ্ছা জানিয়েছেন এবি ডিভিলিয়ার্সও। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় লেখেন,‘এক সঙ্গে এত গুলো বছর কাটালাম। আমাদের অনেক অনেক স্মৃতি রয়েছে। স্টেইনকে সেরা বোলার হতে দেখা সৌভাগ্য। মানুষ হিসাবে এবং এক জন টিমের সদস্য হিসাবে তুমিই সেরা। অবসরের অনেক শুভেচ্ছা। বিদায় বন্ধু।’

আরও পড়ুন: ২০০৩ বিশ্বকাপে ভারতের কাছে হারল কেন পাকিস্তান? ১৬ বছর পরে রহস্য ফাঁস শোয়েবের

৩৬ বছর বয়সী স্টেইন প্রথম ম্যাচ খেলেন ২০০৪ সালের ডিসেম্বরে। প্রোটিযাদের হয়ে ৯৩ ম্যাচে ৪৩৯ উইকেট নেওয়া স্টেইন ২৬ বার এক ইনিংসে ৫টি উইকেট এবং ৫ বার এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন। ২০০৮-০৯ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে দুরন্ত বোলিং করেছিলেন এই প্রোটিয়া-পেসার। কিন্তু, ক্রিকেট মহলে স্টেইন খবরের শিরোনামে আসেন ২০১৩ সালের দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে। তাঁর গতির সামনে কার্যত ঝাঁঝরা হয়ে যান পাক ক্রিকেটাররা। ৬০ রান দিয়ে ১১টি উইকেট তুলে নেন এই পেস তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dale Styen Virat Kohli AB de Villiers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE