Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

বিরাটের সামনে এ বার সচিনের রেটিং পয়েন্ট

সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা হতে শুরু করেছে বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু সচিনের সঙ্গে তাঁর তুলনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বিরাট কোহালি। এ বার স্বয়ং সচিন টুইট করে তাঁর রেকর্ড স্পর্শের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন বিরাটকে। ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছেন বিরাটও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৪
Share: Save:

সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা হতে শুরু করেছে বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু সচিনের সঙ্গে তাঁর তুলনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বিরাট কোহালি। এ বার স্বয়ং সচিন টুইট করে তাঁর রেকর্ড স্পর্শের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন বিরাটকে। ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছেন বিরাটও।

এ বার কী নতুন রেকর্ড ভাঙতে চলেছেন বিরাট?

আরও খবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেই ভারত পাবে ১০ লক্ষ ডলার!

২০১৬-র শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত অধিনায়ক। সব ফর্ম্যাটের ক্রিকেটেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। টেস্টে শেষ চারটি সিরিটে একটি করে ডবল সেঞ্চুরি রয়েছে বিরাটের দখলে। সঙ্গে প্রতি সিরিজেই কিছু না কিছু রেকর্ড লেখা হচ্ছে তাঁর নামে। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তাঁর আগে সচিনের আরও একটি ছোঁয়ার সামনে দাঁড়িয়ে বিরাট। আইসিসির সর্ব কালের সেরা ব্যাটিং তালিকায় সচিনের রেটিং পয়েন্ট ছোঁয়ার সামনে দাঁড়িয়ে তিনি। ৮৭৫ রেটিং পয়েন্টে তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশ ম্যাচের আগেই। বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে সেই রেটিং পয়েন্ট এখন ৮৯৫। সচিনকে ছুঁয়ে আর দরকার মাত্র তিন রেটিং পয়েন্ট। এই মুহূর্তে রেটিং পয়েন্টের বিচারে স্টিভ ওয়া ও অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে একই তালিকায় রয়েছেন তিনি। সচিনকে ছুঁয়ে উঠে আসবেন ৩১ নম্বরে। সেই লক্ষ্যে তাঁর সহজেই পৌঁছনোটা এখন শুধু সময়ের অপেক্ষা।

ভারতীয়দের মধ্যে এই রেকর্ডের শীর্ষে রয়েছেন সুনীল গাওস্কর। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। এই ফর্ম ধরে রাখলে গাওস্করকে ছাপিয়ে যেতেও বেশি সময় লাগবে না বিরাট কোহালির। এই তালিকায় ৯৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। সচিনকে সামনে রেখেই ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা বিরাটের। এখন যখন তাঁর সঙ্গেই বার বার তুলনায় নাম উঠে আসে তখন আত্মবিশ্বাসটাও বেড়ে যায় অনেকটা। আর যখন সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, তোমার ব্যাটের এই মিষ্টি স্পটই বলে দিচ্ছে তোমার অসাধারণ ফর্ম। স্কোর বোর্ডের কোনও দরকার নেই। তুমি এ ভাবেই ব্যাট করে যাও।’’ বিরাট জবাবে লেখেন, ‘‘সচিন পাজি তোমার শুভেচ্ছা আমার সারা বিশ্ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Virat Kohli Tweet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE