Advertisement
১০ মে ২০২৪
Virat Kohli

কোহালিকে থামাতে মুশকিলে পড়বে অস্ট্রেলিয়া, মনে করছেন ম্যাথু হেডেন

মিচেল স্টার্কের অনুপস্থিতিতে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেকাংশে নির্ভর করছে তরুণ তুর্কী জাই রিচার্ডসনের উপরে। তবে কোহালিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন হেডেন।

আসন্ন সিরিজে কোহালির ব্যাটে দাপটের ছবিই দেখছেন হেডেন।

আসন্ন সিরিজে কোহালির ব্যাটে দাপটের ছবিই দেখছেন হেডেন।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১১
Share: Save:

যে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন, তাতে আসন্ন সিরিজে বিরাট কোহালিকে থামাতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। এমনই মনে করছেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন।

২৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে সফর শুরু করছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। প্রথমে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে এই সফরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেকাংশে নির্ভর করছে তরুণ তুর্কী জাই রিচার্ডসনের উপরে। তবে কোহালিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন হেডেন।

তাঁর মতে, “অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে হওয়া সিরিজে রিচার্ডসনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি কোহালিকে। বার তিনেক বিরাটের উইকেট নিয়েওছিল ও। দারুণ বল করেছিল। কিন্তু, ভারতে একেবারেই অন্য খেলা হবে বলে মনে হচ্ছে। জাই একেবারেই তরুণ। ভারতে খেলার বিশেষ অভিজ্ঞতা ওর নেই। তাই এ বার বিরাট দাপট দেখাবে বলেই মনে হচ্ছে।”

বিরাট কোহালিকে নিয়ে কুইজ

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না খেলার দাবি এ বার বোর্ডকর্তাদের মুখেও​

আরও পড়ুন: প্রথম আইপিএল ফাইনালের দলের সদস্যরা আজ কোথায়

শুরুতে অবশ্য রোহিত শর্মার সঙ্গে বাঁ-হাতি পেসার জেসন বেহরনডর্ফের টক্কর রোমাঞ্চ আনবে বলে মনে করছেন ম্যাথু হেডেন। তাঁর মতে, “২৮ বছর বয়সী বেহরনডর্ফ বেশ লম্বা। ওর হাতে ভাল গতি রয়েছে। উইকেট লক্ষ্য করে বল করে। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবে রোহিত এখন ওর খেলার সেরা ছন্দে রয়েছে।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE