Advertisement
২৬ এপ্রিল ২০২৪
এশিয়ান প্যারা গেমসে যাওয়ার আগে শুভেচ্ছা বলিউড তারকার

আমরা কেউই সম্পূর্ণ নই, দীপাদের শাহরুখ

অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছেন, পৃথিবীতে কেউই সম্পূর্ণ নয়। প্রত্যেককেই নিজের অসম্পূর্ণতা কাটিয়ে তুলতে হয় লড়াই করে। শাহরুখ বলেছেন, ‘‘কোনও না কোনও ভাবে আমরা প্রত্যেকেই অসম্পূর্ণ। কখনও শারীরিক ভাবে, কখনও বা মানসিক ভাবে।

মানবিক: শাহরুখ খানের সান্নিধ্যে দীপা মালিক ও অমিত কুমার সারোহাক (ডান দিকে)। জাকার্তায় প্যারা অ্যাথলিটদের গেমসের আগে নয়াদিল্লির বিদায় সংবর্ধনায় বুধবার। এএফপি

মানবিক: শাহরুখ খানের সান্নিধ্যে দীপা মালিক ও অমিত কুমার সারোহাক (ডান দিকে)। জাকার্তায় প্যারা অ্যাথলিটদের গেমসের আগে নয়াদিল্লির বিদায় সংবর্ধনায় বুধবার। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৭
Share: Save:

এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে উড়ে যাওয়ার আগে বুধবার অ্যাথলিটদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল নয়া দিল্লিতে। যেখানে বিনা আমন্ত্রণেই উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। গত মাসে বিষণ্ণতা গ্রাস করেছিল বলিউডের ‘বাদশাহ’কে। সেই পরিস্থিতি থেকে তাঁকে বেরিয়ে আসতে সাহায্য করে প্যারা অ্যাথলিট দীপা মালিকের একটি সাক্ষাৎকার। যা পড়ে অনুপ্রাণিত হন শাহরুখ। তাই ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান প্যারা গেমসের আগে প্যারা অ্যাথলিটদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতেই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছেন, পৃথিবীতে কেউই সম্পূর্ণ নয়। প্রত্যেককেই নিজের অসম্পূর্ণতা কাটিয়ে তুলতে হয় লড়াই করে। শাহরুখ বলেছেন, ‘‘কোনও না কোনও ভাবে আমরা প্রত্যেকেই অসম্পূর্ণ। কখনও শারীরিক ভাবে, কখনও বা মানসিক ভাবে। আবার কখনও আবেগের দিক থেকেও। প্রত্যেকের জীবনেই কিছু ভুলত্রুটি থাকে।’’ তিনি যোগ করেন, ‘‘ঈশ্বর আমাদের তাঁর মতো করে তৈরি করেন কিন্তু কেউই পুরোপুরি তাঁর মতো হন না। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন নিজেদের অক্ষমতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তাই চাকরি, আর্থিক স্থিতিশীলতা, তারকার গৌরব, ক্ষমতা দিয়ে কারও বিচার করা যায় না, উচিতও নয়। প্রত্যেক দিন নিজেদের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার নামই জীবন।’’

শাহরুখের প্রিয় প্যারা অ্যাথলিট দীপা। তিনি শট পাট বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ২০১৬ প্যারালিম্পিক্সে রুপোর পদক নিয়ে দেশে ফিরেছিলেন দীপা। এ ছাড়াও সম্ভাব্য পদকজয়ীর তালিকায় রয়েছেন জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া, হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও বরুণ ভাটিয়া।

‘বাদশাহ’ জানিয়েছেন, ভারতীয় প্যারা অ্যাথলিটরা নিজেদের দুর্বল ভেবে অন্য কোনও পেশায় যেতেই পারতেন, কিন্তু খেলাধুলোর মতো লড়াইয়ের মঞ্চে তাঁরা হার মানেননি। যা বারবার অনুপ্রাণিত করে তাঁকে। শাহরুখের কথায়, ‘‘খেলাধুলো এমনই একটা জায়গা, যেখানে নিরাপত্তাহীনতা, সঙ্কীর্ণতা, দুর্বলতা কাটিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের লড়াইটাও এই ভাবেই দেখা উচিত।’’

ছোট থেকেই খেলাধুলোর প্রতি বিশেষ আকর্ষণ ছিল শাহরুখের। ভারতের হয়ে হকি খেলার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু কোমরে একটা চোট পাওয়ায় সেই স্বপ্ন শেষ হয়ে যায় ‘বাদশাহ’র। শাহরুখের প্রতিক্রিয়া, ‘‘এখনকার মতো এত চিকিৎসা ব্যবস্থা তখন ছিল না। থাকলেও সেই সামর্থ ছিল না আমাদের। কিন্তু আমার মা, বাবা বলতেন, একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্যটা খুলে যায়।’’ তিনি আরও বলেন, ‘‘এখনও পর্যন্ত আমার শরীরের ৯ জায়গায় অস্ত্রোপচার হয়েছে। মেরুদণ্ড, হাঁটু, কাঁধ কোনও জায়গাই বাদ যায়নি। সকালের দিকে শরীরের এই জায়গাগুলোয় ব্যথা অনুভব করি। তখন স্নানঘরে গিয়ে ব্যায়াম করার পরে কিছুটা স্বস্তি পাই। তার পর দিনের কাজ শুরু করি। এই জন্য বলিউডে আমার বদনামও রয়েছে, আমি নাকি স্নানঘরে অনেক বেশি সময় নিই।’’

প্যারা অ্যাথলিটদের অনুষ্ঠানে গিয়ে শাহরুখ জানিয়ে দিলেন, তাঁদের উদাহরণ দিয়েই নিজের তিন সন্তানকে জীবনে লড়াই করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি বলেন, ‘‘তোমাদের লড়াই দেখলে বোঝা যায়, পৃথিবীতে ‘অসম্ভব’ কথাটার কোনও অর্থ নেই। শুধুমাত্র পদক জিতেই দেশের নাম উজ্জ্বল করছ না। খেলাধুলোর মতো একটি কঠিন কাজে নিজেদের ডুবিয়ে দিয়েছ তোমরা।’’

শাহরুখের কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটেরাও। তাঁকে প্যারা অ্যাথলিটদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাবও দেন দীপা মালিক। যা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন ‘বাদশাহ’ শাহরুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asian Para Games India Shahrukh Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE