Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sport News

তিতের ব্রাজিলে অনেক নেতা

রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে এ কথাই জানিয়েছেন, ব্রাজিলের কোচ তিতে। সেই সূত্র মেনেই বিশ্বকাপের আগে রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে  শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করবেন মিরান্দা ফিলহো।

মহড়া: ভিয়েনায় অনুশীলনে মগ্ন নেমার। রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারেন শুরুতে। ছবি: রয়টার্স।

মহড়া: ভিয়েনায় অনুশীলনে মগ্ন নেমার। রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারেন শুরুতে। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৫:২০
Share: Save:

বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে নেমার, থিয়াগো সিলভাদের।

রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে এ কথাই জানিয়েছেন, ব্রাজিলের কোচ তিতে। সেই সূত্র মেনেই বিশ্বকাপের আগে রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করবেন মিরান্দা ফিলহো।

এর আগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই তিতে মাঠে নামাননি নেমারকে। ৯৮ দিন পরে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দর্শনীয় গোল করে ব্রাজিল সমর্থকদের চিন্তামুক্ত করেছেন নেমার। রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে শুরু থেকেই তাঁকে খেলাতে পারেন ব্রাজিল কোচ। ফের্নান্দিনহোর জায়গায় নেমারকে শুরু থেকেই তিতে খেলাতে পারেন, এমনই সম্ভাবনাই শনিবার সাংবাদিক সম্মেলনে শুনিয়েছেন ব্রাজিল কোচ। তবে পুরো সময় যে নেমারকে খেলাবেন না সে ব্যাপারেও আভাস দিয়েছেন তিতে। খেলানো হতে পারে রেনাতো আগুস্তো ও রবের্তো ফির্মিনোকেও। প্রথম দলে আসতে চলেছেন থিয়াগো সিলভাও। তবে গোড়ালিতে চোট পাওয়া ফ্রেদ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি ব্রাজিল কোচ।

খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ব্রাজিল কোচ বলছেন, ‘‘দলের সংহতি বাড়াতে এটা জরুরি ছিল। এ ব্যাপারে আগে থেকে কোনও চিন্তাভাবনা করিনি। সাপোর্ট-স্টাফের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের তিন বিভাগেই নেতৃত্ব দিয়ে খেলতে বলা হয়েছে তিন জনকে। বিশ্বকাপ চলার সময়ে ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করতে দেওয়া হবে দলের অভিজ্ঞ ও প্রধান খেলোয়াড়কে।’’

আর জাতীয় দলের হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে মিরান্দা বলছেন, ‘‘তিতের কোচিংয়ে এই নিয়ে তৃতীয় বার অধিনায়কের ‘আর্ম-ব্যান্ড’ পরে মাঠে নামব। ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামার চেয়ে খুশির ব্যাপার হয় না। বিশ্বকাপের বাছাই পর্বেও এই রীতি চালু হয়েছিল দলে। মনে হয় না এতে দলে কোনও অসুবিধার সৃষ্টি হবে।’’

এর পরেই প্রতিপক্ষ অস্ট্রিয়াকে নিয়ে সাবধানবাণী শুনিয়েছেন মিরান্দা। বলছেন, ‘‘মনে রাখতে হবে অস্ট্রিয়া প্রস্তুতি ম্যাচে জামানিকে হারিয়েছিল। কাজেই ম্যাচটা সহজ হবে না।’’ একই কথা বলছেন তিতেও। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘অস্ট্রিয়া রক্ষণাত্মক ও আক্রমণাত্মক দুই ভূমিকাতেই খেলে থাকে অস্ট্রিয়া। এর ফলে আমাদের প্রস্তুতি সঠিক ভাবে হবে। রক্ষণে প্রয়োজনে পাঁচ জনকে নামিয়ে আনে অস্ট্রিয়া। অনেকটা কোস্টারিকার মতো’’

অস্ট্রিয়ার বিরুদ্ধে মিরান্দার সঙ্গে ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন থিয়াগো সিলভা। যে সম্পর্কে মিরান্দা বলছেন, ‘‘থিয়াগো অভিজ্ঞ। আমার সমবয়সী। ফলে ওর সঙ্গে বোঝাপড়া নিয়ে সমস্যা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football FIFA World Cup 2018 Brazil neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE