Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জার্মানির হার থেকে কাজিমিরোর শিক্ষালাভ

এ বারের বিশ্বকাপে গ্রপ ‘এফ’-এর চতুর্থ দল হিসেবে শেষ করেছে জার্মানি। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে।

জার্মানির হার থেকে শিক্ষা নিতে বলছেন রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের স্তম্ভ। ছবি: এএফপি।

জার্মানির হার থেকে শিক্ষা নিতে বলছেন রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের স্তম্ভ। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৫:৩৬
Share: Save:

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যা চোখ খুলে দিয়েছে ব্রাজিলের মিডফিল্ডার কাজিমিরোর। জার্মানির হার থেকে শিক্ষা নিতে বলছেন রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের স্তম্ভ। এ বারের বিশ্বকাপে গ্রপ ‘এফ’-এর চতুর্থ দল হিসেবে শেষ করেছে জার্মানি। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে। যা দেখে কাজিমিরো বলেছেন, ‘‘জার্সির রং দিয়ে যে, বিশ্বকাপ জেতা যায় না তা জার্মানি দেখিয়ে দিয়েছে। ওদের দলে সবাই ভাল ফুটবলার। বিশ্বকাপের সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে। তবুও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ওদের।’’নিজের বক্তব্যের মাধ্যমে কোথাও যেন নিজের দলকে সতর্ক করতে চাইছেন কাজিমিরো। বলছেন, ‘‘দলের প্রত্যেকে একে ওপরকে অত্যন্ত সম্মা ন করে। আমাদের দলে শান্তির কোনও অভাব নেই। প্রতিভা নিয়ে তো কোনও প্রশ্নই নেই। প্রত্যেকেই বড় ক্লাবে খেলে। তাই চাপ নেওয়ার ক্ষমতা প্রত্যেকের মধ্যেই রয়েছে। মেক্সিকোর বিরুদ্ধে এ বার কোনও ভুল করলে চলবে না।’’

তিতের দলের নিয়মিত সদস্য কাজিমিরো জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE