Advertisement
২৭ এপ্রিল ২০২৪

লন্ডন অলিম্পিকে যোগেশ্বরের জেতা ব্রোঞ্জ রুপো হয়ে গেল

ছিল ব্রোঞ্জ, হয়ে গেল রুপো। ২০১২র লন্ডন অলিম্পিকে কুস্তিতে জেতা যোগেশ্বর দত্তের ব্রোঞ্জ রুপো হয়ে যাচ্ছে। কারণ, সে বার রুপো জেতা রুশ কুস্তিগীর বেসিক কুদুখোভের ডোপ টেস্ট পজিটিভ হয়েছে। কুদুখোভ অবশ্য বেঁচে নেই। ২০১৩ সালে এক পথ দুর্ঘটনায় মারা যান তিনি। অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনও পদক জয়ী অ্যাথলিট ডোপিংয়ে ধরা পড়ে পদক হারালে, তার পরবর্তী সফল প্রতিযোগীকে সেই পদক তুলে দেওয়া হয়। এ বার রিও অলিম্পকে কোনও পদক পাননি যোগেশ্বর। আগের অলিম্পিক লন্ডনে পুরুষদের ৬০ কেজির ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই ব্রোঞ্জই হয়।

যোগেশ্বর দত্ত। লন্ডন অলিম্পিক্সে পদক পাওয়ার পর। ছবি তাঁর টুইটার হ্যান্ডল থেকে।

যোগেশ্বর দত্ত। লন্ডন অলিম্পিক্সে পদক পাওয়ার পর। ছবি তাঁর টুইটার হ্যান্ডল থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১২:০৪
Share: Save:

ছিল ব্রোঞ্জ, হয়ে গেল রুপো। ২০১২র লন্ডন অলিম্পিকে কুস্তিতে জেতা যোগেশ্বর দত্তের ব্রোঞ্জ রুপো হয়ে যাচ্ছে। কারণ, সে বার রুপো জেতা রুশ কুস্তিগীর বেসিক কুদুখোভের ডোপ টেস্ট পজিটিভ হয়েছে। কুদুখোভ অবশ্য বেঁচে নেই। ২০১৩ সালে এক পথ দুর্ঘটনায় মারা যান তিনি।
অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনও পদক জয়ী অ্যাথলিট ডোপিংয়ে ধরা পড়ে পদক হারালে, তার পরবর্তী সফল প্রতিযোগীকে সেই পদক তুলে দেওয়া হয়। এ বার রিও অলিম্পকে কোনও পদক পাননি যোগেশ্বর। আগের অলিম্পিক লন্ডনে পুরুষদের ৬০ কেজির ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই ব্রোঞ্জই হয়।


যোগেশ্বরের টুইট

অলিম্পিক কমিটি অবশ্য এখনও সরকারি ঘোষণা করেনি। তবে যোগেশ্বর নিজে টুইট করে জানিয়েছেন, তাঁর পদক রুপোতে আপগ্রেড করা হয়েছে। তার আগে রুশ কুস্তি সংস্থার ওয়েবসাইটও জানায়, চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুটো অলিম্পিক পদক জয়ী কুদুখোভ বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডার পরীক্ষায় ধরা পড়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogeshwar Dutt Olympics 20212 wrestling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE