Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফরাসি ওপেন এগোলেন নাদাল, জকোভিচ

কালো মেঘ-ঢাকা আকাশ। নীচে বৃষ্টিভেজা আইফেল টাওয়ার। ছবিটা টুইট করে রজার ফেডেরার লিখেছেন, “কাল দ্বিতীয় রাউন্ড খেলব। তবে কখন সেটা জানার অপেক্ষায় বসেই আছি...।” ফরাসি ওপেনে এ ভাবেই সব হিসাব ওলট-পালট করে দিচ্ছে বৃষ্টি। মুখ গোমড়া আকাশের প্রতিফলন যেন রোলাঁ গারোতেও।

অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে উঠে।

অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে উঠে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৪ ০৩:২৩
Share: Save:

কালো মেঘ-ঢাকা আকাশ। নীচে বৃষ্টিভেজা আইফেল টাওয়ার। ছবিটা টুইট করে রজার ফেডেরার লিখেছেন, “কাল দ্বিতীয় রাউন্ড খেলব। তবে কখন সেটা জানার অপেক্ষায় বসেই আছি...।” ফরাসি ওপেনে এ ভাবেই সব হিসাব ওলট-পালট করে দিচ্ছে বৃষ্টি। মুখ গোমড়া আকাশের প্রতিফলন যেন রোলাঁ গারোতেও। গতকাল অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার বিদায়ের পর এ দিন শুরুতেই বড়সড় অঘটন ঘটে গেল। একুশ বছরের ফরাসি মেয়ে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন মেয়েদের দ্বিতীয় বাছাই এবং বিশ্বের দু’নম্বর না লি। বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজের থেকে ১০১ ধাপ নীচে থাকা ফরাসির কাছে চিনা তারকা হারলেন ৫-৭, ৬-৩, ১-৬।

অঘটনের এই রেশ বজায় থাকল দিনভর। আইরিশ গল্ফার ররি ম্যাকিলরয়ের সঙ্গে বিয়ের মুখে সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ভাবে বিধ্বস্ত ক্যারোলিন ওজনিয়াকিও প্রথম রাউন্ড পার করতে পারলেন না। তেরো নম্বর বাছাইকে বেলজিয়ান ইয়ানিনা উইকমেয়ার হারালেন ৭-৬(৫), ৪-৬, ৬-২। অপ্রত্যাশিত বিদায় নিলেন মারিয়া শারাপোভার বয়ফ্রেন্ড ও ছেলেদের একাদশ বাছাই গ্রিগর দিমিত্রভ। তাঁকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৫, ৭-৬ ছিটকে দেন ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ। হারের মিছিলে বিশ্বের প্রাক্তন এক নম্বর লেটন হিউইটও। আর্জেন্তিনার কার্লোস বেরলোকের কাছে হেরে।

এরই মধ্যে কাজাখ আন্দ্রে গোলুওয়েভের বিরুদ্ধে এক সেট খুইয়ে অ্যান্ডি ম্যারে জিতলেন ৬-১, ৬-৪, ৩-৬, ৬-৩। দ্বিতীয় রাউন্ডে গেলেন ডেভিড ফেরারও। ওলট-পালটের মরসুমে অবশ্য দাপট অক্ষুণ্ণ লাল মাটির রাজা রাফায়েল নাদালের। সুজান লেংগ্লেন কোর্টে নিজের প্রথম ম্যাচ খেলা নিয়ে বিতর্ক এবং ফর্ম নিয়ে সব প্রশ্ন পিছনে ফেলে গতকাল প্রথম রাউন্ডে রবি গিনেপ্রিকে ৬-০, ৬-৩, ৬-০ উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে আট বারের চ্যাম্পিয়ন। পর্তুগিজ প্রতিপক্ষ জোয়াও সোউসার বিরুদ্ধে প্রায় একই রকম কর্তৃত্ব দেখিয়ে ৬-১, ৬-২, ৬-৪ জেতেন নোভাক জকোভিচও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE