Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জোকারের জয় দেখলেন আগাসি

সোমবারের ফরাসি ওপেনে এমন সব টুকরো ছবিই বলে দিচ্ছিল কয়েক দিন আগেই গোটা কোচিং দলকে ছেঁটে ফেলার গুমোট কাটিয়ে গত বারের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকার শিবিরের ফুরফুরে মেজাজটা।

দাপট: ফরাসি ওপেনে জকোভিচ জিতলেন গ্রনোলার্সের বিরুদ্ধে। ছবি: গেটি ইমেজেস

দাপট: ফরাসি ওপেনে জকোভিচ জিতলেন গ্রনোলার্সের বিরুদ্ধে। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৩:৫৭
Share: Save:

বল বয়দের সঙ্গে রোলঁ গ্যারোজের লাল মাটিতে জয়ের উৎসবে মাতছেন নোভাক জকোভিচ।

‘শত্রুতা’ সরিয়েই প্রাক্তন ছাত্রের জন্য নতুন কোচ আন্দ্রে আগাসির দিকে শুভেচ্ছার হাত বাড়িয়ে দিচ্ছেন বরিস বেকার।

সোমবারের ফরাসি ওপেনে এমন সব টুকরো ছবিই বলে দিচ্ছিল কয়েক দিন আগেই গোটা কোচিং দলকে ছেঁটে ফেলার গুমোট কাটিয়ে গত বারের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকার শিবিরের ফুরফুরে মেজাজটা।

স্পেনের মার্সেল গ্রনোলার্সের বিরুদ্ধে ৬-৩, ৬-৪, ৬-২ জয়ে জকোভিচ এ দিন দ্বিতীয় রাউন্ডে উঠে আরও একটা জিনিস নিশ্চিত করে ফেলেন। গুরু আগাসির সঙ্গে তাঁর জুটিটা যেন শুরুতেই কোনও অঘটনের সামনে না পড়ে। ম্যাচের পরে জকোভিচ বলেন, ‘‘আন্দ্রে আগাসিকে কোচ আর মেন্টর হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। আমি চেষ্টা করব ওঁর কাছ থেকে যতটা সম্ভব শেখার।’’

আরও পড়ুন: শুরুতেই হার এক নম্বরের

সোমবার জকোভিচের প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে অবশ্য কোচ আগাসি চুপচাপই ছিলেন। তবে সার্বিয়ান তারকার জন্য একটা চমক অপেক্ষা করছিল তৃতীয় সেটে। যখন প্লেয়ার্স বক্সে দেখা যায় তাঁর প্রাক্তন কোচ বরিস বেকারকে।

কোর্টের বাইরের বিভিন্ন কারণ যে জকোভিচের খেলাতেও প্রভাব ফেলেছিল সেটা বোঝা যাচ্ছিল। বিশ্বের দু’নম্বর না হলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরের বিরুদ্ধে এতটা সতর্ক হয়ে খেলবেন কেন! মোট ২০টা ব্রেক পয়েন্টের সুযোগ পেলেও তার মধ্যে মাত্র আটটা কাজে লাগাতে পারা, চার বার নিজের সার্ভিস খোয়ানো— এ সবই বলে দিচ্ছিল কতটা সতর্ক হয়ে খেলছিলেন নোভাক। সব মিলিয়ে চোখ ধাঁধানো না হলেও জমাট পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলেন জোকার ফিলিপ শঁতিয়ে কোর্টে।

কিংবদন্তি: আন্দ্রে আগাসিকে শুভেচ্ছা বরিস বেকারের। ছবি: এএফপি

জকোভিচ যখন দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে জেতার পথে, টেনিস বিশ্বের নজর ছিল তখন সুজান লেঙ্গলেন কোর্টেও। দশ নম্বর ফরাসি ওপেন খেতাব জেতার লড়াইও যে সোমবার শুরু করলেন এই কোর্টে রাফায়েল নাদাল।

ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করতে নাদাল যে এ বার ফেভারিট সেটা তিনি দেখিয়ে দিয়েছেন তিনটি প্রস্তুতি টুর্নামেন্ট জিতে— মন্টে কার্লো, বার্সেলোনা এবং মাদ্রিদ। গত তিন বছর তাঁর গ্র্যান্ড স্ল্যাম খরা কাটাতে যে এ বার ফরাসি ওপেনকেই তিনি সবচেয়ে বড় বাজি ধরছেন সেটা নাদালের বেনোয় পেয়ারের বিরুদ্ধে ৬-১, ৬-৪, ৬-১ জয়ের পর কথাতেই স্পষ্ট। নাদাল বললেন, ‘‘গত বার যা হয়েছিল তার পরে এ বার জিতে শুরু করতে পেরে দারুণ লাগছে। যে ভাবে এখানে সমর্থন পাই সব সময়ই সেটা ভাল লাগে। প্রথম রাউন্ডে অবশ্যই বেনোয়ের মতো প্লেয়ারের সামনে পড়তে কেউ চাইবে না। তার উপর এ বছর ও দারুণ কয়েকটা ম্যাচ জিতেছে। তাই জিতে এত ভাল লাগছে।’’ গত বার ফরাসি ওপেনে কব্জিতে চোট পেয়ে তৃতীয় রাউন্ড থেকে নাম তুলে নিয়েছিলেন স্প্যানিশ তারকা।

তবে এ দিন একটা সময় কিন্তু বেনোয় কিছুটা চাপে ফেলে দিয়েছিলেন নাদালকে। প্রথম সেটে নাদাল প্রতিপক্ষকে দাঁড়াতে না দিলেও দ্বিতীয় সেটে বেনোয় ৩-১ এগিয়ে গিয়েছিলেন। এমনকী সুযোগ ছিল ৫-৩ এগিয়ে যাওয়ারও। কিন্তু সেই সুযোগটা আর নিতে পারেননি নাদালের ফরাসি প্রতিপক্ষ। এর পর তৃতীয় রাউন্ডের শুরুতে বেনোয়কে চিকিৎসক ডাকতে হয় শুশ্রূষার জন্য। নাদাল অবশ্য বেশিক্ষণ আর বেনোয়কে কোর্টে থাকার সুযোগ দেননি। প্রায় দু’ঘণ্টার লড়াইয়ে বেনোয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের রবিন হাসের বিরুদ্ধে নামা নিশ্চিত করে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE