Advertisement
১৯ মে ২০২৪

তিরিশে থামলেন অনির্বাণ

মাঝে মাঝে বৃষ্টির দাপট। পাশাপাশি ব্রিটিশ ওপেন গল্ফ টুর্নামেন্টে পাল্লা দিয়ে চলল হাড্ডাহাড্ডি লড়াইও। শীর্ষে থাকা জ্যাক জনসন, মার্ক লিয়েসম্যান আর লুইস ওসথুইজিয়েনের লড়াই গড়াল প্লে অফ পর্যন্ত। খারাপ আবহাওয়ার জন্য ১৮৬০-এর পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার টুর্নামেন্ট শেষ হতে গড়াল সোমবার। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের জ্যাক জনসন।

ব্রিটিশ ওপেন চ্যাম্পিয়ন জ্যাক জনসন। ছবি: এএফপি

ব্রিটিশ ওপেন চ্যাম্পিয়ন জ্যাক জনসন। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
সেন্ট অ্যান্ড্রুজ শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:২২
Share: Save:

মাঝে মাঝে বৃষ্টির দাপট। পাশাপাশি ব্রিটিশ ওপেন গল্ফ টুর্নামেন্টে পাল্লা দিয়ে চলল হাড্ডাহাড্ডি লড়াইও। শীর্ষে থাকা জ্যাক জনসন, মার্ক লিয়েসম্যান আর লুইস ওসথুইজিয়েনের লড়াই গড়াল প্লে অফ পর্যন্ত। খারাপ আবহাওয়ার জন্য ১৮৬০-এর পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার টুর্নামেন্ট শেষ হতে গড়াল সোমবার। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের জ্যাক জনসন।
ভারতের অনির্বাণ লাহিড়ীর লড়াই অবশ্য আগেই শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ রাউন্ডে ভাল শুরু করেও সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে না পেরে অনির্বাণ শেষ করলেন যুগ্মভাবে ৩০ নম্বরে। প্রথম নয় হোলে তিন আন্ডারে থাকলেও ১৩-১৭ নম্বর হোলে চার শটে পিছিয়ে যান। চার রাউন্ডে অনির্বাণ শেষ করেন ৬৯, ৭০, ৭১ ও ৭২। সব মিলিয়ে ছয় আন্ডার ২৮২। ২০১২-তে এই টুর্নামেন্টেই ৩১ নম্বরে শেষ করেছিলেন তিনি। তৃতীয় রাউন্ডেও ব্যাক নাইনে সমস্যায় পড়েছিলেন অনির্বাণ। যা সামলে ওয়ান আন্ডার ৭১ স্কোর করে তৃতীয় রাউন্ডের শেষে ছিলেন যুগ্মভাবে ২৬ নম্বরে।
এ দিন প্রথম ১১ হোলে চারটি বার্ডি দিয়ে শুরু করেন এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে শীর্ষে থাকা অনির্বাণ। কিন্তু ১৩ থেকে ১৭নম্বর হোলে তিন বার বোগি করায় পিছিয়ে যান। ব্যাক নাইনেও বার্ডি দিয়ে শুরু করেছিলেন অনির্বাণ। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি। পরে বলেন, ‘‘১৩ নম্বর হোলে ২৫-৩০ ফুটের শটটা ভালই ছিল।’’ এর পর ১৩ নম্বর হোলেই পাট ফস্কানোর ধাক্কা পরের রাউন্ডে চেপে বসেছিল অনির্বাণের উপর। ১৪ নম্বর হোলেও বোগি করে বসেন তিনি। ‘‘একটাই হোল খারাপ খেলেছি। ১৪ নম্বরটা। ট্র্যাপে হিট করলে বোগির ধাক্কা সামলাতেই হয়। তা সত্ত্বেও পারফরম্যান্সে খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE