Advertisement
২০ মে ২০২৪

ঋদ্ধি রানে ফেরায় খুশি গুরু অরুণ

কটকে প্রথম চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জেতার পরে শেষ তিনটি ম্যাচে টানা জেতে বাংলা। শেষ তিন ম্যাচে অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ় ও ওড়িশাকে হারিয়ে সুপার লিগের দরজা খুলে ফেলেন মনোজ তিওয়ারিরা। অরুণ মনে করেন, তাঁর দল ঠিক সময়ে নিজেদের সেরা জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং এটা অনেকটাই হয়েছে ঋদ্ধিমান সাহার রানে ফেরায়। 

ঋদ্ধিমান সাহা রানে ফেরায় খুশি কোচ অরুণ লাল।—ফাইল চিত্র।

ঋদ্ধিমান সাহা রানে ফেরায় খুশি কোচ অরুণ লাল।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৪:৫৩
Share: Save:

মুস্তাক আলি ট্রফির সুপার লিগে বাংলার সামনে কঠিন লড়াই। তবে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁর দল, মনে করেন দলের কোচ অরুণ লাল। কটকে প্রাথমিক পর্বের ম্যাচগুলি খেলে রবিবার শহরে ফিরে তিনি বলেন, ‘‘সুপার লিগে কঠিন লড়াই আমাদের। কিন্তু দল যে রকম খেলছে, সেই ধারাবাহিকতা বজায় থাকলে এই লড়াইয়েও সফল হব আমরা।’’

কটকে প্রথম চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জেতার পরে শেষ তিনটি ম্যাচে টানা জেতে বাংলা। শেষ তিন ম্যাচে অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ় ও ওড়িশাকে হারিয়ে সুপার লিগের দরজা খুলে ফেলেন মনোজ তিওয়ারিরা। অরুণ মনে করেন, তাঁর দল ঠিক সময়ে নিজেদের সেরা জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং এটা অনেকটাই হয়েছে ঋদ্ধিমান সাহার রানে ফেরায়।

আট মাস ক্রিকেটের বাইরে থাকার পরে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার। প্রথম চার ম্যাচে পাঁচ নম্বরে নেমে মোট ২২ রান করার পরে তিনি অরুণাচলের বিরুদ্ধে ওপেন করতে নামেন ও ৬২ বলে ১২৯ রান করেন ১৬টি চার ও চারটি ছয় মেরে। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ১৭ বলে ২৬ করেন ও ওড়িশার বিরুদ্ধে শনিবার ৩১ বলে ৫২ রান করে দলকে জয়ের মুখে নিয়ে যান।

ঋদ্ধি রানে ফেরায় আশাবাদী বাংলার কোচ। রবিবার বিকেলে কলকাতায় ফিরে তিনি বলেন, ‘‘ঋদ্ধি ফর্মে ফিরে আসাটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ওর মতো ক্রিকেটার ফর্মে থাকলে যে কোনও দলেরই তা কাজে লাগে। স্টাম্পের পিছনে তো ও আগের মতোই অনবদ্য। কিন্তু ওপেন করতে নেমে ও ভাল রান করছে। ফলে পরের ব্যাটসম্যানদের উপর চাপ কমে যাচ্ছে। তবে সুপার লিগে শুধু ঋদ্ধির দিকে তাকিয়ে থাকলে চলবে না। দলের বেশির ভাগ ক্রিকেটারকেই ভাল খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Arun Lal Wriddhiman Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE