Advertisement
০১ জুন ২০২৪

সব চেয়ে ফিট দল গড়ার লক্ষ্য অরুণের

আসন্ন মুস্তাক আলি ট্রফিতে সাইরাজ বাহুতুলে আদৌ বাংলার কোচ হিসেবে থাকবেন কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয় সিএবি। জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার পরেই মেয়াদ শেষ হয়ে যাবে বাংলার বর্তমান কোচের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ০৩:৫৪
Share: Save:

আসন্ন মুস্তাক আলি ট্রফিতে সাইরাজ বাহুতুলে আদৌ বাংলার কোচ হিসেবে থাকবেন কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয় সিএবি। জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার পরেই মেয়াদ শেষ হয়ে যাবে বাংলার বর্তমান কোচের। এই পরিস্থিতিতে বুধবার সিএবি-তে বাংলা দলের মেন্টর অরুণ লাল জানিয়ে দিয়েছেন, সাইরাজের জায়গায় তাঁকে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি প্রস্তুত।

বাংলার রঞ্জি ট্রফি ব্যর্থতার কারণ খুঁজে বার করার জন্য বুধবার বৈঠক ছিল সিএবি-তে। উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব অভিষেক ডালমিয়া ও মেন্টর অরুণ লাল। বৈঠক থেকে বেরিয়ে অরুণ বলেন, ‘‘আমি এখানে কাজ করতে এসেছি। যা দায়িত্ব দেওয়া হবে, অবশ্যই পালন করব। যদি কোচিং করতে বলা হয়, করব।’’ মুস্তাক আলি ট্রফির জন্য সাইরাজকে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। বললেন, ‘‘কে কবে আসবে, না আসবে, তা তো আমার জানার কথা নয়। যতটুকু দায়িত্ব দেওয়া হবে, সেটাই করব।’’

বৈঠকে অরুণ প্রস্তাব রেখেছেন, বাংলাকে আগামী মরসুমে সব চেয়ে ফিট দল গড়ার। তার জন্য মুস্তাক আলি ট্রফির পরেই ফিটনেস বাড়ানোর প্রস্তুতি শুরু করবে বঙ্গ ব্রিগেড। মেন্টরের কথায়, ‘‘মুস্তাক আলির আগে ফিটনেস পরীক্ষা করা সম্ভব নয়। পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। ওখান থেকে ফিরে আসার পরে ফিটনেস নিয়ে কাজ শুরু করব। সব চেয়ে ফিট দল না হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই।’’

অরুণ আরও প্রশ্ন তুলেছেন যে, কেন বাংলার কয়েক জন ক্রিকেটারকে প্রথম ডিভিশনে তিনি নিয়মিত খেলতে দেখছেন না। সুদীপ চট্টোপাধ্যায়, ঋত্বিক চট্টোপাধ্যায়রা খেললেও মনোজ তিওয়ারি, অশোক ডিন্ডারা প্রথম ডিভিশনে নিয়মিত খেলছেন না। অরুণের ব্যাখ্যা, ‘‘যত ম্যাচ খেলবে, তত আত্মবিশ্বাস বাড়বে। প্রত্যেকের স্থানীয় ক্রিকেটে নিয়মিত খেলা উচিত।’’

অনূর্ধ্ব-২৩ বাংলা দলের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে গেলেন মেন্টর। এও জানালেন মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি শিবিরে ডাক পাবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররাও। তিনি বলেন, ‘‘পারফরম্যান্সই বুঝিয়ে দিচ্ছে ওরা কত দক্ষ। জাতীয় টি-টোয়েন্টি দলের ক্যাম্পে ওদের সুযোগ দিয়ে দেখা হবে। চাইব অনূর্ধ্ব-২৩ দল যেন চ্যাম্পিয়ন হয়ে ফেরে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket BEngal CAB Arun Lal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE