Advertisement
০২ মে ২০২৪
Atletico Kolkata will play in semis

সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে ভাল জায়গায় কলকাতা

আইএসএলের লিগ পর্ব এখন প্রায় মাঝামাঝি পর্যায় চলে আসায়, এ বারের মরসুমের একটা ছবি তুলে ধরার এটাই হয়তো সেরা সময়। অস্বীকার করছি না যে, এখনও পর্যন্ত মরসুমে আমাদের দলের সময়টা কঠিন গিয়েছে।

লুসিও
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৩:৫৮
Share: Save:

আইএসএলের লিগ পর্ব এখন প্রায় মাঝামাঝি পর্যায় চলে আসায়, এ বারের মরসুমের একটা ছবি তুলে ধরার এটাই হয়তো সেরা সময়। অস্বীকার করছি না যে, এখনও পর্যন্ত মরসুমে আমাদের দলের সময়টা কঠিন গিয়েছে। তবে শুনেছি একই রকম অবস্থায় আমরা পড়েছিলাম আইএসএলের প্রথম বছরেও। ম্যাচগুলোর বেশির ভাগ সময়ই আমরা ভাল খেলেছি। প্রতিপক্ষকে একটা দারুণ লড়াই দিয়েছি। কিন্তু পাঁচ-সাতটা ম্যাচে আমাদের পরিশ্রমের ফল সে ভাবে পাইনি। তার কতগুলো কারণও রয়েছে।

প্রথমত, আমরা খুব আক্রমণাত্মক খেলেছি। তাও এমন একটা ফর্মেশনে যেটার জন্য খুব পরিশ্রম করতে হয়। এই ধরনের ফর্মেশনে দলের আক্রমণ আর রক্ষণকে প্রায় নিখুঁত বোঝাপড়ায় খেলতে হয়। তৈরি করতে হয় প্রচুর মুভমেন্টও। এটাই হয়তো কারণ ম্যাচের শেষ পনেরো মিনিটে প্রতিপক্ষ দলগুলোর আমাদের ধরে ফেলার। কেননা এই সময়টাতেই আমরা অনেক গোল খেয়েছি। বিশেষ করে ঘরের মাঠে।

এর পরেই ক্লান্তি ঘিরে ধরত আমাদের। এত ঠাসা সূচিতে ফুটবলারদের উপর যার ছায়াটা পড়তেই পারে। এটাও ঘটনা যে, আমাদের দীর্ঘমেয়াদি চোট-আঘাতের সমস্যা, যার মধ্যে আমিও পড়ছি, তাতে দলের লাভ হচ্ছে না। শেষে এটাও বলব, বিপক্ষের গোলের সামনে মাথা ঠান্ডা রাখার ব্যাপারটাও ঠিক দেখাতে পারছি না আমরা। যেটা গোল করতে খুব দরকার। অবশ্য এখন পুণের বিরুদ্ধে জয়টা পকেটে থাকায় আমরা মরসুমে উঠে দাঁড়ানোর আশা দেখাতেই পারি। সঙ্গে পয়েন্ট টেবলে উপরে ওঠারও।

আমার মনে হয়, এ বার কোনও দল ১৯-২০ পয়েন্ট পেলেই প্রথম চারে যাওয়ার জন্য যথেষ্ট। কেন না অনেক ম্যাচের ফলই তো এ বার ড্র হচ্ছে। তার আরও একটা কারণ এ বার টিমগুলোর ভারসাম্য দারুণ। মুম্বই সিটি এ বার শুরু থেকেই ভাল দৌড় দেখাচ্ছে। এএফসি কাপের জন্য ওরা কয়েক জন ফুটবলারকে পাচ্ছে না। ওরা দলে ফিরে আসলে কিন্তু দলটা আরও শক্তিশালী হবে।

বরাবরের মতো আটলেটিকো কলকাতাও এ বার দুর্ধর্ষ টিম। ওদের ড্র ম্যাচ জয়ে বদলে দিচ্ছে প্রথম একাদশে ধারাবাহিক ভাবে প্লেয়ার ধরে রাখার ব্যাপারটা। প্লে-অফে যাওয়ার দৌড়ে ওরা সবচেয়ে ভাল জায়গায় আছে বলেই মনে হচ্ছে। নর্থ-ইস্ট ইউনাইটেডও এ বার শুরুটা ভাল করেছে।

পাশাপাশি এ বার আমার দিল্লির খেলার স্টাইল ভাল লেগেছে। ওরা যে রকম আক্রমণ করছে তেমনই তার জন্য ঝুঁকি নিতেও ভয় পাচ্ছে না। কেরল, পুণে আর চেন্নাইয়ানও ভাল দল। কয়েকটা ম্যাচে জিততে পারলে প্লে-অফে যাওয়ার দৌড়ে ওরা আরও জোরাল ভাবে উঠে আসতে পারে।

পরের দুটো ম্যাচ প্রত্যেকটা দলের জন্য গুরুত্বপূর্ণ। যাতে টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ের দিকে কে কতটা এগিয়ে যাচ্ছে এটা ফুটে উঠবে। জিতলে তোমার হাতে থাকবে পয়েন্টের সুরক্ষা। হারলে, জেতার জন্য আরও মরিয়া হয়ে ওঠার চাপ বাড়বে। তাতে আরও জমে উঠতে পারে আগামী ম্যাচগুলো। (গেমপ্ল্যান)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atletico Kolkata ISL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE