স্বপ্নপূরণ! আলাভেজ-কে উড়িয়ে দিয়ে ২৯তম কোপা দেল রে জয় বার্সেলোনার।
শনিবার রাতে মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বিপর্যয় নেমে আসে বার্সা শিবিরে। ১১ মিনিটে চোট পেয়ে মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে যান হাভিয়ার মাসচেরানো। শেষ পর্যন্ত তাঁকে তুলে নিতে বাধ্য হন ম্যানেজার লুইস এনরিকে। সেই পরিস্থিতি থেকে বার্সা ঘুরে দাঁড়ায় লিওনেল মেসি-র দুরন্ত গোলে। ৩০ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বিশ্বমানের গোল করেন তিনি। সেই সঙ্গে স্পর্শ করলেন তেলমো জারা-র টানা চারটি কোপা দেল রে ফাইনালে গোল করার রেকর্ডও। তিন মিনিটের মধ্যেই অবশ্য উচ্ছ্বাস বদলে ট্রফিহীন মরসুম শেষ করার আতঙ্ক ফেরে বার্সা শিবিরে। আলাভেজের থিও হার্নান্দেজ গোল করে সমতা ফেরান।
বার্সাকে দ্বিতীয় বার ম্যাচে ফেরান নেমার দ্য সিলভা স্যান্টেস জুনিয়র ও পাকো আলকাজার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করেন তাঁরা। এই নিয়ে তিনটি কোপা দেল রে ফাইনালে গোল করলেন নেমার। স্পর্শ করলেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের টানা তিনটি কোপা দেল রে ফাইনালে গোল করার নজিরকে।