আসন্ন বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট প্রশাসকদের ‘কুলিং-অফ’ নিয়মে পরিবর্তন আনা নিয়ে আলোচনা করবে ভারতীয় বোর্ড। যে নিয়মে বদল এলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ বাড়তে পারে। এখনকার নিয়ম অনুযায়ী সৌরভ ন’মাস প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
সোমবার বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, তাঁরা প্রশাসকদের ‘অভিজ্ঞতা’কে কাজে লাগাতে এই নিয়মের পরিবর্তন চান। সৌরভ বোর্ডের প্রেসিডেন্ট পদে বসার পরে প্রথম বার বার্ষিক সাধারণ সভার যে বিষয়সূচি প্রকাশ করা হয়েছে, তাতে গঠনতন্ত্রে কয়েকটি পরিবর্তন আনার কথা বলা হয়েছে। গঠনতন্ত্রে এই সংস্কারগুলি সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্ট অনুমোদিত বোর্ডের এখনকার গঠনতন্ত্র অনুযায়ী, কোনও প্রশাসক যদি বোর্ড বা রাজ্য সংস্থায় তিন বছর করে দু’বার (ছ’বছর) কোনও পদে থাকেন তা হলে তাঁকে বাধ্যতামূলক ভাবে তিন বছর ‘কুলিং অফ’-এ যেতে হবে। অর্থাৎ এই তিন বছর তিনি কোনও পদে থাকতে পারবেন না। বোর্ডের এখনকার কর্তারা চান, বোর্ড এবং রাজ্য সংস্থায় আলাদা করে দু’বার তিন বছরের মেয়াদ (ছ’বছর) পূর্ণ করার পরেই কুলিং অফে যেতে হবে, গঠনতন্ত্রে এই পরিবর্তন আনা হোক।