Advertisement
০১ জুন ২০২৪

কোচবিহার ট্রফি ফাইনালে বাংলার ছোটরা

দাদারা যা পারেননি, তা করে দেখালেন ভাইয়েরা। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে উঠল বাংলা। প্রায় দু’দশক পর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০২:৫৫
Share: Save:

দাদারা যা পারেননি, তা করে দেখালেন ভাইয়েরা। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে উঠল বাংলা। প্রায় দু’দশক পর। শুক্রবার কল্যাণীতে সেমিফাইনালে অসমকে ৯ উইকেটে হারিয়ে এই খেতাবি লড়াইয়ে ঢুকে পড়ল তারা, যেখানে ১৯ জানুয়ারি থেকে তাদের বিপক্ষে দিল্লি। ম্যাচটাও হবে নয়াদিল্লিতে। রাজধানীর হাড়কাঁপানো ঠাণ্ডায় বাংলার ছেলেদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেওয়ার পর অসমকে দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অল আউট করে দেয় বাংলা। প্রথম ইনিংসে হাফ ডজন উইকেট পাওয়া কণিষ্ক শেঠ এই ইনিংসে এক উইকেট পেলেও ইশান পোড়েল (৩-২৮) ও সুরজ সিন্ধু জয়সওয়ালের (৩-২১) বিধ্বংসী বোলিং অসমের উপর দিয়ে প্রায় বুলডোজার চালিয়ে দেয়। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৭৯ রান মাত্র ১৫.১ ওভারেই তুলে নেয় বাংলা। অঙ্কুর পাল, যিনি প্রথম ইনিংসে ৮৫ করেছিলেন, তিনি এই ইনিংসে ৫৩ করেন। ম্যাচে উপস্থিত ছিলেন জুনিয়র নির্বাচকদের প্রধান বেঙ্কটেশ প্রসাদ। এই সাফল্য নিয়ে কোচ প্রণব নন্দীর বক্তব্য, ‘‘ছেলেরা ধারাবাহিক ভাবে ভাল খেলে গিয়েছে। এ রকম খেলতে পারলে আমরা চ্যাম্পিয়ন হতেই পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Cooch Behar Trophy Final
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE