Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

ডেম্পো, ইস্টবেঙ্গলের পর এএফসি কাপের সেমিফাইনালে সুনীলরা

নিজস্ব প্রতিবেদন
২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৪
সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত বেঙ্গালুরু এফসি। ছবি: বেঙ্গালুরু এফসি।

সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত বেঙ্গালুরু এফসি। ছবি: বেঙ্গালুরু এফসি।

ভারতের তৃতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। বুধবার সিঙ্গাপুরে ট্যাম্পাইন্স রোভার্সের বিরুদ্ধে মোট ১-০ ব্যবধানে জিতে ভারতীয় ফুটবলে সাফল্যের তালিকায় উঠে এল আই লিগ চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেন সুনীল ছেত্রীরা। সেমিফাইনালে দলকে তোলার গোলটি এসেছিল সিকে বিনিতের পা থেকে। বেঙ্গালুরুর আগে এএফসি কাপের সেমিফাইনালে ২০০৮ এ পৌঁছেছিল ডেম্পো স্পোর্টস ক্লাব। ২০১৩তে একইভাবে এএফসি কাপের সেমিফাইনালে পৌঁছেছিল সদ্য কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গলও। তৃতীয় ক্লাব হিসেবে ভারত থেকে সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল বেঙ্গালুরুর এই ক্লাব। বার সামনে সবাইকে ছাপিয়ে যাওয়ার হাতছানি।

গত বছরও এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছিল নবাগত আই লিগ চ্যাম্পিয়নরা। তবে শেষ ১৬ থেকেই ছিটকে যেতে হয়েছিল। দলের নতুন কোচ আলবার্তো রোকার জন্য এক কথায় দারুণ শুরু ভারতীয় ফুটবলে। প্রথমার্ধে ট্যাম্পাইন্সের আধিপত্যই বেশি ছিল। কিন্তু ডিফেন্ডার শাকির হামজা চোট পেয়ে ছিটকে যেতেই মানসকিভাবে পিছিয়ে পড়ে দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের দখল নেয় ভারতের ক্লাব। যার ফল গোলের মুখ খুলতে ব্যর্থ প্রতিপক্ষ। সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে খেলতে হবে মালয়েশিয়ার ক্লাব জহর দারুল তাজিম। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল এই দু’দল। তাই একে অপরকে ভাল মতই চেনে।

Advertisement

আরও খবর

ন্যু কাম্পে আজ সিমিওনে ডিফেন্স বনাম এমএসএন

এ বার দুর্গা মা নতুন রূপে আনন্দ উৎসবে

আরও পড়ুন

Advertisement