Advertisement
E-Paper

রিও যাওয়া হচ্ছে না রুশ অ্যাথলিটদের

রিও অলিম্পিক্স থেকে রাশিয়ার ছাঁটাই হওয়ার প্রক্রিয়া কি আরও এক ধাপ এগিয়ে গেল? ২০১৬ অলিম্পিক্স শুরুর মাত্র পনেরো দিন আগে রাষ্ট্র-সমর্থিত গণডোপিংয়ের অপরাধে রাশিয়ার অ্যাথলেটিক্স দলের রিও গেমসে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০৩:১৫
ইসিনবায়েভার এই পোলভল্ট দেখা যাবে না অলিম্পিক্সে। দু’বারের অলিম্পিক্স ও তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড-সহ একাধিক রেকর্ডের মালকিন, চৌত্রিশ বছরের ইসিনবায়েভার রিও-স্বপ্ন চুরমার এ দিনের রায়ে।

ইসিনবায়েভার এই পোলভল্ট দেখা যাবে না অলিম্পিক্সে। দু’বারের অলিম্পিক্স ও তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড-সহ একাধিক রেকর্ডের মালকিন, চৌত্রিশ বছরের ইসিনবায়েভার রিও-স্বপ্ন চুরমার এ দিনের রায়ে।

রিও অলিম্পিক্স থেকে রাশিয়ার ছাঁটাই হওয়ার প্রক্রিয়া কি আরও এক ধাপ এগিয়ে গেল?

২০১৬ অলিম্পিক্স শুরুর মাত্র পনেরো দিন আগে রাষ্ট্র-সমর্থিত গণডোপিংয়ের অপরাধে রাশিয়ার অ্যাথলেটিক্স দলের রিও গেমসে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল বৃহস্পতিবার। লুসানে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস’ বা ‘ক্যাস’ এ দিন রাশিয়ার আবেদন খারিজ করে দেয়। যার ফলে দু’বারের সোনাজয়ী পোলভল্টার ইয়েলেনা ইসিনবায়েভা-সহ ৬৭ জনের রুশ অ্যাথলিট দলকে অগস্টের গোড়ায় রিওয় দেখা যাবে না।

ওয়াকিবহাল মহলের মতে এর ফল সুদুরপ্রসারী হতে পারে। লুসানের সিদ্ধান্তেই রিও গেমসে রাশিয়ার লজ্জা হয়তো শেষ হচ্ছে না। আসন্ন অলিম্পিক্স থেকেই গোটা রাশিয়া দলকে বাতিল করার চাপ রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কাউন্সিলের (আইওসি) উপর। এ দিন উদ্ভূত পরিস্থিতির পরে এখন দেখার, রিও রওনা হওয়ার ব্যাপারে গোটা রুশ দলের উপরই নিষেধাজ্ঞা জারি হয় কি না! রাশিয়ান অলিম্পিক্স সংস্থা অবশ্য ইতিমধ্যেই রিওর জন্য তাদের দলের নাম ঘোষণা করেছে। প্লেয়ার-কোচ-কর্তা-সহ সাড়ে ছ’শো জনের দল।

লুসানে আর্বিট্রেশনের সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে চূড়ান্ত মেরুকরণও ঘটে গিয়েছে। প্রচণ্ড হতাশ ইসিনবায়েভা বলেছেন, ‘‘এই আদেশ অ্যাথলিটদের অন্তেষ্টি করে দিল।’’ আবার উসেইন বোল্টের মতো অ্যাথলিট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা (আইএএএফ) ৬৭ জন রুশ অ্যাথলিটকে নির্বাসিত করার যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধেই লুসানের আর্বিট্রেশনে আবেদন করেছিল রুশ অলিম্পিক্স কমিটি। কারণ ওই নির্বাসিত অ্যাথলিটদের সিংহভাগ রিওগামী রুশ দলে আছেন। যাঁদের দলে রেখে রুশ কর্তারা গতকালই দাবি করেন, তাঁরা সম্পূর্ণ সৎ প্লেয়ারদের নির্বাচিত করেছেন।

কিন্তু সেই দাবি যে প্রভাব ফেলতে পারেনি তা এ দিনের রায়েই প্রমাণিত। যদিও রুশ অ্যাথলিটদের রিওতে নামার একটা অন্য রাস্তা খোলা রেখেছে লুসানের আদালত। রায়ে বলা হয়েছে, এর পরেও আবেদন করলে রুশ অ্যাথলিটরা অলিম্পিক্সে নামতে পারবেন নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে, আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার (আইওসি) পতাকা নিয়ে। তবে তার জন্য তাঁদের ডোপ পরীক্ষায় পাশ করতে হবে। যুক্তরাষ্ট্র নিবাসী রুশ লং জাম্পার দারিয়া ক্লিসিনা ইতিমধ্যে রিওর টিকিট পেয়েছেন আর্বিট্রেশেন। তার পরেই টুইটারে পোস্ট— ‘ইসিনবায়েভা ট্যালেন্ট, ক্লিসিনা ট্র্যাশ!’

আসলে রুশ অলিম্পিক্স সংস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) অভিযোগ ভয়ঙ্কর। ওয়াডার গোপন তদন্ত রিপোর্ট অনুযায়ী, ইদানীং আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেতে রুশ অ্যাথলিটরা কেবল ডোপিংয়ের আশ্রয়ই নেননি, সেই অত্যাধুনিক ডোপিং-প্রোগ্রাম চালিত হয়েছে রুশ অলিম্পিক্স সংস্থা, বকলমে রুশ সরকারের পৃষ্ঠপোষকতায়। সোজা কথায়, রাষ্ট্র-পরিচালিত ডোপিং কেলেঙ্কারির কবলে রুশ অ্যাথলিটরা!

আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আইএএএফ প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো বলেছেন, ‘‘এই রায় দুনিয়ার সমস্ত অ্যাথলিটকে সমান মঞ্চে লড়াই করার সুযোগ তৈরি করে দিল।’’ আর ক্রেমলিনের প্রতিক্রিয়া, ‘‘রুশ এজেন্সিগুলো খুব তাড়াতাড়ি গোটা পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।’’ তবে ওয়াকিবহাল মহলের ধারণা, আইওসি গোটা রাশিয়া দলকে রিও থেকে বাতিল করার মহাঝুঁকি হয়তো নেবে না। সেক্ষেত্রে ‘রুশ লবি’ রিও গেমস বয়কট করতে পারে। ডামাডোলে পড়তে পারে দোরগোড়ায় এসে পড়া অলিম্পিক্সই!

ছবি: রয়টার্স।

russian gymnasts Yelena Isinbaeva Rio Olympics Russian athletes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy