প্রচণ্ড ঠান্ডা তিয়ানজিনে। বুধবারও তুষারপাত হয়েছে। তাপমাত্রা নামছে দ্রুত। শুক্রবার এই কঠিন আবহাওয়া সামলেই ডেভিস কাপের বিশ্ব গ্রুপ প্লে-অফে চিনের চ্যালেঞ্জ সামলাতে নামছে লিয়েন্ডার পেজের ভারত।
৪৪ বছর বয়সি লিয়েন্ডারের সামনে আবার বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে এই লড়াইয়ে। ৪২টি ডাবলস জিতে তিনি ডেভিস কাপে কিংবদন্তি ইতালির নিকোলা পিয়েত্রাঙ্গেলির নজির স্পর্শ করছেন। আর একটি ম্যাচ জিতলেই তিনি নতুন বিশ্বরেকর্ড গড়বেন।
তবে ভারতীয় দলকে শুধু কনকনে ঠান্ডা আবহাওয়াই নয়, তার সঙ্গে বিতর্ক সামলেও নামতে হচ্ছে এই লড়াইয়ে। ডেভিস কাপের দল ঘোষণার পরেই লিয়েন্ডারের সঙ্গে একই দলে খেলা নিয়ে খুশি ছিলেন না ডাবলস তারকা রোহন বোপান্না। লিয়েন্ডার অবশ্য এ সব বিতর্ক উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ‘‘চিনের বিরুদ্ধে ওদের দেশে লড়াই করা কঠিন। ওদের দলে জুনিয়র যুক্তরাষ্ট্র ওপেন জয়ী খেলোয়াড় রয়েছে। তা ছাড়া ওদের ডাবলস জুটিটাও বেশ শক্তিশালী। নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ওরা। তাই এই লড়াইটা সোজা হবে না। দল হিসেবে চিন খুব ভাল।’’ সঙ্গে নিজের রেকর্ড গড়ার সুযোগ নিয়ে তিনি যোগ করেন, ‘‘দেশের জার্সিতে ২৯ বছর খেলার পরে এ রকম রেকর্ড গড়ার সামনে থাকাটা দারুণ ব্যাপার। ভারতীয় দলে ফিরে এসে দুরন্ত লাগছে। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হল, দলের জয়।’’