Advertisement
২১ মে ২০২৪

দু’জেলায় সেরা কাঁথি-ঝাড়গ্রাম

সিএবি-র অনূর্ধ্ব পনেরো সাব জুনিয়র সাব ডিভিশন ক্রিকেটে দুই জেলার লিগ চ্যাম্পিয়ান হয়েছে পূর্বের কাঁথি মহকুমা দল ও পশ্চিমের ঝাড়গ্রাম মহকুমার দল। ৮ এপ্রিল দুই মেদিনীপুরে এই লিগ শুরু হয়েছিল।

চ্যাম্পিয়ন: জয়ের পরে কাঁথি দল। —নিজস্ব চিত্র।

চ্যাম্পিয়ন: জয়ের পরে কাঁথি দল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share: Save:

সিএবি-র অনূর্ধ্ব পনেরো সাব জুনিয়র সাব ডিভিশন ক্রিকেটে দুই জেলার লিগ চ্যাম্পিয়ান হয়েছে পূর্বের কাঁথি মহকুমা দল ও পশ্চিমের ঝাড়গ্রাম মহকুমার দল। ৮ এপ্রিল দুই মেদিনীপুরে এই লিগ শুরু হয়েছিল।

রাজ্যের ২০টি জেলার সেরা দল দু’টি বিভাগে ভাগ হয়ে নক আউট পর্যায়ে খেলবে। উত্তরের জেলাগুলির খেলা জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের খেলাগুলি হবে চন্দননগরে। মহিষাদল ময়দানে ইউথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির পরিচালনায় পূর্ব মেদিনীপুরে কাঁথি, তমলুক, হলদিয় ও এগরা এই চারটি সাব ডিভিশনের লিগের খেলা শুরু হয়েছিল। লিগের খেলায় সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় কাঁথি মহকুমার দল। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুর ক্রীড়া সংস্থার আয়োজনে, মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খড়গপুর, ঘাটাল, ঝাড়গ্রাম ও পাশের পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা দলের মধ্যে লিগের খেলা শুরু হয় রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টিং ক্রিকেট মাঠে। লিগের খেলায় দুটি করে ম্যাচ জিতে সমান পয়েন্ট পায় ঝাড়গ্রাম, খড়গপুর ও রঘুনাথপুর। এর পরে নিয়মানুযায়ী কোসেন্টের বিচারে ঝাড়গ্রামকে জয়ী বলে জানানো হয়েছে।

সিএবি-র ম্যাচ স্কোরার প্রবাল চৌধুরী বলেন, ‘‘পশ্চিম মেদিনীপুরের স্কোর বুক সিএবি-তে জমা দেব। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ৩টি দলের দু’টি করে ম্যাচ জিতে সমান পয়েন্ট পেয়েছে। কোসেন্ট এর বিচারে ঝাড়গ্রাম এগিয়ে রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket CAB Cricket League Contai Jhargram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE