Advertisement
০২ মে ২০২৪

বদলার ম্যাচে নায়ক তুলিসো

মঙ্গলবার রাতে আলিয়ান্জ এরিনায় আকর্ষণের কেন্দ্র অবশ্য ছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। যদিও তাঁকে কার্যত নড়তেই দেননি বায়ার্নের ফুটবলাররা।

বায়ার্নের জয়ের আসল নায়ক কঁহোতা তুলিসো।

বায়ার্নের জয়ের আসল নায়ক কঁহোতা তুলিসো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৬
Share: Save:

প্যারিসের বদলা মিউনিখে! মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় পর্বের ম্যাচে প‌্যারিস সঁ জারমাঁ (পিএসজি)-কে ৩-১ উড়িয়ে চার মাস আগে হারের বদলা নেওয়ার রাতেই শাস্তির মুখে বায়ার্ন মিউনিখ!

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে ঘরের মাঠে পিএসজি ৩-০ বিধ্বস্ত করেছিল বায়ার্নকে। এই ম্যাচের পরেই বরখাস্ত হন ম্যানেজার কার্লো আনচেলোত্তি। বায়ার্ন কর্তারা ফিরিয়ে আনেন জাপ হেইঙ্কসকে। মঙ্গলবার তাঁর কোচিংয়েই ঘুরে দাঁড়াল বায়ার্ন।

পিএসজি-র বিরুদ্ধে ম্যাচের আট মিনিটেই গোল করেন রয়ার্ট লেয়নডস্কি। তবে বায়ার্নের জয়ের আসল নায়ক কঁহোতা তুলিসো। ফ্রান্সের জাতীয় দলের ২৩ বছর বয়সি মিডফিল্ডার হামেজ রদরিগেজের পাস থেকে প্রথম গোল করেন ৩৭ মিনিটে। ৫০ মিনিটে এদিনসন কাভানির পাস থেকে গোল করে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। কিন্তু ১৯ মিনিটের মধ্যে ফের ধাক্কা পিএসজি শিবিরে। কিংগসলে কোম্যানের পাস থেকে দ্বিতীয় গোল করেন তুলিসো। উচ্ছ্বসিত হেইঙ্কস ম্যাচের পর বলেছেন, ‘‘তুলিসো অসাধারণ ফুটবলার। জোড়া গোল করে ও নিজেকে প্রমাণ করেছে।’’

মঙ্গলবার রাতে আলিয়ান্জ এরিনায় আকর্ষণের কেন্দ্র অবশ্য ছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। যদিও তাঁকে কার্যত নড়তেই দেননি বায়ার্নের ফুটবলাররা। ব্যর্থ হলেও ম্যাচের শেষে শিরোনামে নেমার-ই! ৩৪ মিনিটে ব্রাজিলীয় স্ট্রাইকারকে লক্ষ করে গ্যালারি থেকে নকল পাঁচশো ইউরো-র নকল নোট ছোড়েন বায়ার্ন সমর্থকরা। প্রত্যেকটা নোটেই নেমারের ছবি! জানা গিয়েছে, পিএসজি তারকাকে লক্ষ করে নকল নোট ছুড়লেও বায়ার্ন সমর্থকদের ক্ষোভে তির উয়েফার দিকে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের টিকিটের দাম বাড়ানোয় উয়েফার বিরুদ্ধে আগের ম্যাচেও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তার জন্য সতর্কিতও হয়েছে বায়ার্ন। প্রশ্ন উঠছে, নকল নোটে নেমারের ছবি কেন? জার্মান সংবাদ মাধ্যমের দাবি, নেমার যেহেতু এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম মূলবান ফুটবলার, তাই তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। অভিনব প্রতিবাদে ক্ষুব্ধ উয়েফা কর্তারা। বায়ার্ন মিউনিখকে বিরাট অঙ্কের জরিমানা করতে পারে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা।

নেমারের মতোই মঙ্গলবার রাতে গোল না করে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যু-তে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে আর্জেন্তিনা অধিনায়ককে প্রথম দলে রাখেননি বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তাতেও অবশ্য জিততে সমস্যা হয়নি। ৫৯ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন পাকো আলকাসার। এর দু’মিনিটের মধ্যেই আলেক্স ভিদালের পরিবর্তে মাঠে নামেন মেসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন স্পোর্টিং ডিফেন্ডার জেরেমি মাতেউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE