Advertisement
০২ মে ২০২৪
হরমনপ্রীত কৌরদের ব্যাটে স্বস্তিতে ভারত।

হরমনপ্রীত কৌরদের ব্যাটে স্বস্তিতে ভারত। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ key status

সেমিফাইনালে হার ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হার ভারতের। হরমনপ্রীতের মরিয়া লড়াই বাঁচাতে পারল না ভারতকে।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৭ key status

আউট স্নেহ

১০ বলে ১১ রান করে আউট স্নেহ রানা।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৪

আউট রিচা

শেষ বেলায় মারতে গিয়ে উইকেট দিলেন রিচা। ৪ ওভারে এখনও ৩৮ রান বাকি। ৬ উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮ key status

আউট হরমনপ্রীত

রান আউট হলেন হরমনপ্রীত। দুরন্ত ছন্দে থাকা হরমনকে আউট করতে ভাগ্যের সাহায্য প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। সেটাই পেল তারা। রান নিয়ে ক্রিজে ফেরার সময় ব্যাট মাটিতে আটকে যায় তাঁর। তাতেই রান আউট হয়ে যান তিনি। ৩৪ বলে ৫২ রান হরমনপ্রীতের।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪ key status

হরমনপ্রীতের অর্ধশতরান

দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত। জ্বরের জন্য অনুশীলন করতে না পারা হরমনপ্রীতের অর্ধশতরান।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৯

ক্যাচ পড়ল হরমনপ্রীতের

৩৬ রানের মাথায় ব্যাট করার সময় ক্যাচ পড়ল হরমনপ্রীতের। উইকেটরক্ষক অ্যালিসা হিলি ক্যাচ ফেললেন।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭ key status

আউট জেমাইমা

ব্রাউনের বাউন্সারে ব্যাট ছোঁয়ালেন জেমাইমা। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। ২৪ বলে ৪৩ রান করে আউট জেমাইমা।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬ key status

১০ ওভারে ৯৩ রান

হরমন এবং জেমাইমার ব্যাটে লড়াইয়ে ফিরল ভারত। ১০ ওভারে ৯৩ রান তুলে নিলেন হরমনরা। জয়ের জন্য চাই আর ৮০ রান। হাতে ১০ ওভার।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৮ key status

৫০ রানের জুটি হরমনপ্রীতদের

শুরুতেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ৫০ রানের জুটি গড়লেন হরমনপ্রীত এবং জেমাইমা। পাল্টা আক্রমণ করছেন তাঁরা অস্ট্রেলিয়ার বোলারদের। ২৮ রানে ৩ উইকেট থেকে ৭৮ রানে পৌঁছে গিয়েছে ভারত।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪১

পাওয়ার প্লে শেষে

ক্রিজে জেমাইমা এবং হরমনপ্রীত। দ্রুত রান তোলার চেষ্টা করছেন তাঁরা। ১৭৩ রানের লক্ষ্য পার করতে যা প্রয়োজন ভারতের। শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু দ্রুত রান তুলে সেই চাপ কিছুটা কাটিয়ে ফেলেছে ভারত।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩০

তৃতীয় উইকেট হারল ভারত

রান আউট হলেন যষ্টিকা। ৪ ওভার শেষে ৩৩ রানে ৩ উইকেট হারাল ভারত। রান হলেন যষ্টিকা। 

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১

পর পর উইকেট হারাচ্ছে ভারত

১১ রানে আউট হন শেফালি বর্মা। ওপেনার স্মৃতি মন্ধানাও আউট। ভারত ১৫ রানে ২ উইকেট হারাল। 

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৩

প্রথম ওভারে ১০ রান

১৭৩ রান তুলতে নেমে প্রথম ওভারে ১০ রান তুলল ভারত।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯ key status

২০ ওভারে ১৭২ রান

সেমিফাইনালে বড় রান তুলল অস্ট্রেলিয়া। ১৭২ রান তুলল ভারত। শেষ ওভারে উঠল ১৮ রান।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫২ key status

আউট হ্যারিস

শিখা পাণ্ডের বলে বোল্ড গ্রেস হ্যারিস। মাত্র ১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার রানের গতি যদিও কমছে না।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৯ key status

আউট গার্ডনার

দীপ্তি শর্মার বলে বোল্ড গার্ডনার। ১৮ বলে ৩১ রান করলেন তিনি। ১৮ ওভারে ১৪২ রান অস্ট্রেলিয়ার।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪১

১৬ ওভারে ১২৬ রান

রাধার ওভারে উঠল ১৩ রান। ১৬ ওভারে ১২৬ রান তুলল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৯

এক ওভারে ১৪ রান দিলেন রানা

পূজা বস্ত্রকারের বদলে স্নেহ রানাকে দলে নিয়েছে ভারত। ১৫তম ওভারে বল করে ১৪ রান দিলেন তিনি। মেগ ল্যানিং এবং অ্যাশ গার্ডনার তাঁকে এক ওভারে তিনটি চার মারেন।

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৪

১৪ ওভারে ৯৯ রান

২ উইকেট হারিয়েও ৭ রানের উপর প্রতি ওভার রান তুলছে অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯ key status

আউট মুনি

অর্ধশতরান করার ওভারেই আউট মুনি। ৩৭ বলে ৫৪ রান করলেন তিনি। শিখা পাণ্ডের বলে কাট করতে গিয়ে শেফালি বর্মার হাতে ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE