পিচ ঢাকা ওয়েলিংটনে। —ফাইল চিত্র
ওয়েলিংটনে ভারী বৃষ্টি। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ বাতিল। এক বলও খেলা সম্ভব হল না।
ভারী বৃষ্টি ওয়েলিংটনে। মাঠ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ভারতীয় সময় দুপুর ২.১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। তার মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ বাতিল হয়ে যাবে।
নিউজ়িল্যান্ড বনাম ভারত টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মাঠে অপেক্ষায় দর্শকরা। ছাতা মাথায় তাঁরা বসে রয়েছেন ম্যাচ দেখার জন্য।
ওয়েলিংটনে যে ভাবে বৃষ্টি পড়ছে তাতে খেলা এখনই শুরু হওয়া প্রায় অসম্ভব। এমন অবস্থায় ক্রিকেটাররা নিজেদের মতো আড্ডা দিতে ব্যস্ত। কেউ কেউ ফুটবল নিয়ে খেলছেন।
A bit of fun with @BCCI during the rain delay☔️ Fingers crossed the rain passes soon 🤞 #NZvIND #CricketNation pic.twitter.com/axJqJpJPw6
— BLACKCAPS (@BLACKCAPS) November 18, 2022
এই মুহূর্তে বৃষ্টি পড়ছে। সূর্য ডুবে যাওয়ায় মাঠ শুকোতে সময় লাগবে। শুক্রবার যে মাঠে ক্রিকেট খেলা হওয়ার কথা সেখানে রাগবিও খেলা হয়। মাঠের জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা খুব ভাল নয় বলেই জানা গিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারত। দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই সিরিজ়ে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথম ম্যাচের আগে বৃষ্টি। টস পিছিয়ে গিয়েছে।
The toss in Wellington for the first T20I has been delayed due to rain 🌧️
— ICC (@ICC) November 18, 2022
Watch the #NZvIND series live on https://t.co/MHHfZPQi6H (in select regions) 📺 pic.twitter.com/spukt71BRN
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy