বিশ্বকাপ শেষ হতে না হতেই নতুন ইনিংসে নেমে পড়লেন এক ঝাঁক ক্রিকেটার। সুরেশ রায়না তাঁর ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরিকে বিয়ে করেছেন শুক্রবার। এ দিন বিয়ে করে ফেললেন ডেভিড ওয়ার্নার। গত বৃহস্পতিবার নতুন জীবন শুরু করে দিলেন শন মার্শও। ওয়ার্নার বিয়ে করলেন তাঁর বহু দিনের বান্ধবী ক্যান্ডিস ফ্যালজনকে। বিয়ের আগে দু’জনের ছবি পোস্ট করে ওয়ার্নার তাঁর হবু স্ত্রীর উদ্দেশে লেখেন, ‘স্বামী-স্ত্রী হওয়ার আগের রাত। দিনটার জন্য অপেক্ষা করতে পারছি না। তোমাকে ভীষণ ভালবাসি।’ নিউ সাউথ ওয়েলসের বেরি শহরে বিয়ে করলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন। অন্য দিকে, পারথে একটি অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বান্ধবী রেবেকা ও’ডনোভানকে বিয়ে করলেন মার্শ। তিনিও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে ভারত চলে আসছেন।