Advertisement
২১ মে ২০২৪

ইস্টবেঙ্গল-শাহরুখ জুটিতে আইসএলে নয়া টিম?

আইএসএল-এ কলকাতার নতুন টিমের নাম কী হবে? ইস্টবেঙ্গল না নাইট রাইডার্স? সেটা অবশ্য কিছু দিন পরই জানা যাবে। কারণ এবার আইএসএল-এ দল করতে অনেকটাই এগিয়ে গেলেন শাহরুখ খান। আইএসএল-এর শুরুর বছরই চেয়েছিলেন কলকাতার দলের মালিকানা।

ইস্টবেঙ্গলের জার্সিতে শাহরুখ খান। ইস্টবেঙ্গল মাঠে। -ফাইল চিত্র।

ইস্টবেঙ্গলের জার্সিতে শাহরুখ খান। ইস্টবেঙ্গল মাঠে। -ফাইল চিত্র।

সুচরিতা সেন চৌধুরী
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ১৮:৪৬
Share: Save:

আইএসএল-এ কলকাতার নতুন টিমের নাম কী হবে? ইস্টবেঙ্গল না নাইট রাইডার্স? সেটা অবশ্য কিছু দিন পরই জানা যাবে। কারণ এবার আইএসএল-এ দল করতে অনেকটাই এগিয়ে গেলেন শাহরুখ খান। আইএসএল-এর শুরুর বছরই চেয়েছিলেন কলকাতার দলের মালিকানা। কিন্তু সেটা তিনি পাননি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতেই শেষ পর্যন্ত পরাস্ত হতে হয়েছিল তাঁকে। এবার আবার সুযোগ। ২০১৭ থেকে আইএসএল ১০ দলের হতে চলেছে। এমন অবস্থায় আই লিগ ক্লাবগুলোও যোগ দেবে আইএসএল-এ। এই সুযোগে কলকাতা দলের সঙ্গে যুক্ত হতে মরিয়া শাহরুখ। যা খবর তাতে আইএসএল-এর জন্য ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হতে পারেন শাহরুখ। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিয়িমার লিগের কলকাতা ফ্র্যা়ঞ্চাইজির মালিকানা রয়েছে তাঁরই কাছে। এবার তিনি যুক্ত হতে চান ফুটবলেও। ইন্ডিয়ান সুপার লিগ দলের মালিকানা রয়েছে অভিষেক বচ্চন, রনবীর কাপুরের মতো বলিউড তারকাদের হাতে। সেই পথ ধরে এবার ফুটবলে পা রাখতে চলেছেন শাহরুখও। কিছু মাস আগেই ইস্টবেঙ্গলের আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে শাহরুখকে।

আইএসএল-এর শুরুতে ডেম্পো স্পোর্টস ক্লাব চেয়েছিল শাহরুখের সঙ্গে যুক্ত হতে। কিন্তু সেই ডাকে সারা দেননি তিনি। তাঁর সব সময়ই লক্ষ্য ছিল কলকাতার দল। তিনি সে কথা পরিষ্কার জানিয়েও দিয়েছিলেন। যদি তিনি ফুটবলে ইনভেস্ট করেন তাহলে সেটা কলকাতার দলেই করবেন। এবার সামনে সেই সুযোগ। সূত্রের খবর, এআইএফএফ ও আইএমজি রিলায়েন্স আগামী মরসুম থেকেই আইএসএল ১০ দলের করতে চলেছে। যেখানে তিনটি আই লিগ দলের মধ্যে দুটো দল খেলবে। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু নতুন ভেন্যু হিসেবে যুক্ত তো হচ্ছেই। আর দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে কে শেষ পর্যন্ত আইএসএল-এ খেলবে এখন সেটাই দেখার। তবে শাহরুখ লাল-হলুদের সঙ্গে যুক্ত হয়ে গেলে এগিয়ে থাকবে ইস্টবেঙ্গলই।

কলকাতা থেকে দুটো দলই আইএসএল-এ খেলতে পারবে। অ্যাটলেটিকো কলকাতা তো আছেই। আর ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানের মধ্যে যে কোনও একটি দল খেলতে পারবে। ইস্টবেঙ্গল একক দল হিসেবে খেললেও যা খবর মোহনবাগান গাটছড়া বাঁধতে চলেছে অ্যাটলেটিকো কলকাতার সঙ্গেই।

আরও খবর

ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেলেন বিরাটরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE