এর আগে বাংলাদেশে খেলতে যেতে নারাজ ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এ বার বেঁকে বসলেন লাহৌরে খেলতে যাওয়া নিয়ে। পাকিস্তান ক্রিকেট লিগের ফাইনালে লাহৌরে খেলতে যাবেন না কোনও ইংল্যান্ড প্লেয়ার বলে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। লাহৌরে খেলতে গেলে বাড়তি টাকা দেওয়ার লোভও দেখানো হয়েছে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে খেলতে যাচ্ছেন না কেউই। এই তালিকায় রয়েছেন কেভিন পিটারসন, তেমাল মিলসও। যাঁরা এই অফার ফিরিয়ে দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আসল লক্ষ্য ছিল লাহৌরে পিএসএল-এর ফাইনাল খেলিয়ে ক্রিকেট বিশ্বকে প্রমাণ করা পাকিস্তান খেলার জন্য নিরাপদ। কিন্তু সেই প্রচেষ্টায় উল্টো প্রভাব হতে শুরু করেছে। বোনাস হিসেবে লাহৌরে খেলার জন্য ১০ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছিল।
আরও খবর: টুইটারে ট্রোলের জবাব দিলেন লোকেশ