Advertisement
E-Paper

গুরু ক্লপের মগজাস্ত্রকেই ভয় বায়ার্নের

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত পাঁচ বার সম্মুখসমরে লিভারপুল ও বায়ার্ন দু’দলই জিতেছে এক বার করে। এ বার দু’দলের তারকাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে ইংল্যান্ড। সাদিয়ো মানে-রবের্তো ফির্মিনো-মহম্মদ সালাহ বনাম হামেস রদ্রিগেস-লেয়নডস্কি-কিংসলে কোম্যান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪১
দ্বৈরথ: দু’দলের দুই ভরসা, সালাহ এবং লেয়নডস্কি। ফাইল চিত্র

দ্বৈরথ: দু’দলের দুই ভরসা, সালাহ এবং লেয়নডস্কি। ফাইল চিত্র

ইউরোপের দুই জনপ্রিয় লিগের দুই ‘সেকেন্ড বয়’-এর লড়াই নিয়ে সরগরম অ্যানফিল্ড। এক দল বুন্দেশলিগায় দুই পয়েন্টের জন্য দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ। অপর দল, ইংলিশ প্রিমিয়ার লিগে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে চলে যাওয়া লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত পাঁচ বার সম্মুখসমরে লিভারপুল ও বায়ার্ন দু’দলই জিতেছে এক বার করে। এ বার দু’দলের তারকাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে ইংল্যান্ড। সাদিয়ো মানে-রবের্তো ফির্মিনো-মহম্মদ সালাহ বনাম হামেস রদ্রিগেস-লেয়নডস্কি-কিংসলে কোম্যান। জমজমাট এই ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেস বলছেন, ‘‘লিভারপুলের বিরুদ্ধে ভুলভ্রান্তি চলবে না। আর মাঠে নেমে লিভারপুল রক্ষণের ভুলগুলো আমাদের দ্রুত খুঁজে বার করতে হবে।’’

ইউরোপের দুই শক্তিধর ক্লাবের এই মহারণে লিভারপুল আবার ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছে এক জার্মান ম্যানেজারের মন্ত্রেই। তিনি য়ুর্গেন ক্লপ। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লপের তখনকার দল বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েই শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল মিউনিখের দলটি। সেই ক্লপ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বলেছেন, ‘‘ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আত্মবিশ্বাস একশো থেকে বেড়ে গিয়ে একশো চল্লিশ শতাংশ হয়ে যাবে। এই আবহে মাঠে নেমে প্রমাণ করতে হবে বিপক্ষের চেয়ে আমরা শক্তিশালী।’’

গত শুক্রবার রাতেই বুন্দেশলিগায় শেষের দিকের দল অগসবুর্গের বিরুদ্ধে দু’বার পিছিয়ে গিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন। যে ম্যাচে দেখা গিয়েছে দ্রুত প্রতি-আক্রমণে গেলে সমস্যায় পড়ছে বায়ার্ন রক্ষণ। এ বার লিভারপুলের বিরুদ্ধে নামার আগে কার্ড সমস্যায় নেই থোমাস মুলার। চোটের কারণে অনিশ্চিত আরয়েন রবেন। শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছেন ডিফেন্ডার জেহোম বোয়াটেং। বায়ার্ন ম্যানেজার নিকো কোভাচ তবুও আত্মবিশ্বাসী। বলেছেন, ‘‘আমাদের লড়াই লিভারপুলের বিরুদ্ধে। এই ম্যাচটা আলাদা। সুতরাং বুন্দেশলিগার পুরনো ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করার কিছুই নেই।’’

তবে য়ুর্গেন ক্লপের দলের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে বায়ার্নকে। ডিফেন্ডার জোশুয়া খিমিচ বলছেন, ‘‘এই ম্যাচে লিভারপুলই এগিয়ে। কারণটা অবশ্যই ওদের রক্ষণ। এ বার ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে ওরা। আর ওদের বিরুদ্ধে গোল হয়েছে ১৫টি। পাশাপাশি ওদের আক্রমণ ভাগও গতিময়। হাড্ডাহাড্ডি লড়াই হবে।’’

মঙ্গলবার রাতের ম্যাচে মাঠে যে তিন ব্যক্তিগত লড়াই অপেক্ষা করে রয়েছে তা হল জোশুয়া খিমিচ বনাম সাদিয়ো মানে, জর্জিনিয়ো ওয়াইনালডাম বনাম লিয়ন গোরেৎস্কা এবং জোয়েল মাতিপ বনাম রবার্ট লেয়নডস্কি। এর মধ্যে লেয়নডস্কি যখন বরুসিয়া ডর্টমুন্ডে খেলতেন, তখন তাঁর প্রশিক্ষক ছিলেন ক্লপ। তাই এই ম্যাচের আগে বিপক্ষ ম্যানেজার সম্পর্কে সমীহ লেয়নডস্কির গলায়। বলছেন, ‘‘আজ বড় ফুটবলার হয়েছি ক্লপের জন্যই। বিপক্ষে ক্লপ রয়েছেন মানে আমাদের কাজটা বেশ কঠিন হবে। তবে আমরা লড়াই ছাড়ব না।’’

সমস্যা রয়েছে য়ুর্গেন ক্লপের দলেও। কার্ড সমস্যায় নেই ডিফেন্ডার ভেয়াজিল ফান দিক। চোটের কারণে অনিশ্চিত জার্দান শাচিরি ও দেয়ান লভরেন। এই পরিস্থিতিতে ক্লপ তাঁর রক্ষণে জর্ডান হেন্ডারসন না ফাবিনহোকে রেখে রক্ষণ জোরদার করবেন, তা নিয়ে চলছে জল্পনা। সোমবার সাংবাদিক বৈঠকে এসে ফান দিক-কে না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন ক্লপ। তবে লিভারপুলের জার্মান ম্যানেজারের মুখে হাসি ফুটিয়েছে সোমবার বেলার দিকে মিডফিল্ডার শাচিরির মন্তব্য। যেখানে তিনি বলেন, ‘‘আড়াই বছর বায়ার্নে খেলেছি। পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে। ম্যানেজার নির্দেশ দিলেই মাঠে নেমে পড়ব।’’

শুধু লেয়নডস্কি নন, বায়ার্নের ম্যাট হুমেলসও ক্লপের প্রাক্তন ছাত্র। যে প্রসঙ্গে ক্লপ বলছেন, ‘‘ওই দু’জন যাতে নিজেদের ছন্দে খেলতে না পারে, তা মাথায় রয়েছে। সেই পরিকল্পনা নিয়েই দল সাজাচ্ছি। ওয়াইনালডাম অনুশীলন করেছে। শাচিরিও। দেখা যাক কী হয়।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বায়ার্ন সব সময় কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ দল। সমর্থকরা বিশ্বাস করেন এই বায়ার্নকে আমরা হারাতে পারি। কিন্তু তাতেই সব শেষ হয়ে যাবে না। ম্যাচটা জিততে হবে আমাদের।’’

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে: লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ (সোনি টেন ওয়ান, রাত ১.৩০)।

Football UCL UEFA Champions League FC Bayern Munich Liverpool Jurgen Klopp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy