Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোচের পদে ফেরার শর্ত আসের

কেউ তাঁর কাজে ‘বাধা’ না দিলে তিনি ফিরতে রাজি। বললেন ভারতের জাতীয় হকি কোচ পল ফান আস। সোমবার যিনি দাবি করেছিলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রার সঙ্গে ঝামেলার জেরে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০৩:৪১
Share: Save:

কেউ তাঁর কাজে ‘বাধা’ না দিলে তিনি ফিরতে রাজি। বললেন ভারতের জাতীয় হকি কোচ পল ফান আস। সোমবার যিনি দাবি করেছিলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রার সঙ্গে ঝামেলার জেরে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।

রটারডাম থেকে এ দিন ফোনে সংবাদ সংস্থাকে ফান আস বলেছেন, ‘‘দায়িত্ব ছাড়িনি। আমায় ছেঁটে ফেলা হয়েছে। তবে কোচের পদে ফিরতে বললে আমার সমস্যা নেই। তার আগে অবশ্য আলোচনা করতে হবে। আমার কাজে দখল দেওয়া চলবে না।’’ পাঁচ মাস আগে সর্দার সিংহদের প্রধান কোচের দায়িত্ব নেন ফান আস। তাঁর অভিযোগ, চলতি মাসের গোড়ায় অ্যান্টওয়ার্পে ওয়ার্ল্ড হকি লিগে মালয়েশিয়া ম্যাচের পর বাত্রার সঙ্গে তাঁর ঝামেলা হয়। তার পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়।

নরেন্দ্র বাত্রা আগেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, কোনও ঝামেলা হয়নি কোচের সঙ্গে। পরে ডাচ কোচের অভিযোগের পাল্টায় তিনি ফান আসের কোচিং নিয়ে কটাক্ষ করেন। ফান আস ‘ভাল কোচ নন’, ‘নিষ্ঠুর প্রকৃতির’ ইত্যাদি মন্তব্যও করেন। পাশাপাশি হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট একটি বিশেষ কমিটিও গড়েন। অলিম্পিয়ান হরবিন্দর সিংহের নেতৃত্বে এই কমিটি ২৪ জুলাই কোচের ভবিষ্যৎ ঠিক করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Paul van Ass Olympic new delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE