Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভুল শুধরে নিতে হবে, সতীর্থদের বার্তা ডুপ্লেসির

ওভালে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হারার পরে সেই মাঠেই এ বার বাংলাদেশের বিরুদ্ধে নামছেন ডুপ্লেসিরা।

অস্বস্তি: আমলার চোট নিয়ে শিবিরে চাপা শঙ্কা। ফাইল চিত্র

অস্বস্তি: আমলার চোট নিয়ে শিবিরে চাপা শঙ্কা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০৪:৫০
Share: Save:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পরে আজ, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফিরে আসার লড়াই দক্ষিণ আফ্রিকার। তার আগে দলের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি সতীর্থদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর।

ওভালে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হারার পরে সেই মাঠেই এ বার বাংলাদেশের বিরুদ্ধে নামছেন ডুপ্লেসিরা। এ বারের বিশ্বকাপে প্রতিটা দলকে ন’টি করে ম্যাচ খেলতে হবে। যে কারণে সব দলের সামনেই সুযোগ থাকছে ফিরে আসার। ডুপ্লেসি বলেছেন, ‘‘বিশ্বকাপ ব্যাপারটা কী, তা দলের ছেলেদের বুঝতে হবে। এখানে অনেক ম্যাচেই কঠিন লড়াই হবে। আমাদের অনেক সময়ই শক্ত প্রতিপক্ষের সামনে পড়তে হবে।’’

প্রথম ম্যাচ নিয়ে ডুপ্লেসি বলেন, ‘‘ইংল্যান্ড তিন বিভাগেই আমাদের চেয়ে ভাল খেলেছে। ওরা বুঝিয়ে দিয়েছে, কেন ওরা এত ভাল দল। তবে আমাদের সামনে অনেক সুযোগ আছে। এটা রাউন্ড রবিন লিগ। আমাদের ইংল্যান্ড ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে জোফ্রা আর্চারের বলে কপালে আঘাত পেয়েছিলেন হাসিম আমলা। তার পরে তিনি উঠে যেতে বাধ্য হন। আমলা পরে নামলেও ম্যাচ তত ক্ষণে দক্ষিণ আফ্রিকার হাত থেকে বেরিয়ে গিয়েছে। শনিবার দক্ষিণ আফ্রিকার অনুশীলনে যোগ দিলেন না আমলা। তাঁকে মাঠের ধারেই বসে থাকতে দেখা গেল। দক্ষিণ আফ্রিকা শিবিরের খবর, আমলাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চান না কোচ ওটিস গিবসন। সেই কারণে তাঁকে বিশ্রামে রেখে রবিবারের ম্যাচের মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শনিবার নেটে কিছুটা সময় গা ঘামাতে দেখা গেল ডেল স্টেনকে। কিন্তু এই ফাস্ট বোলারের বাংলাদেশের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। এর আগে ডুপ্লেসি জানিয়েছিলেন, তৃতীয় ম্যাচ, অর্থাৎ ভারতের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে স্টেনকে। কোচ গিবসন বলেছেন, ‘‘স্টেনকে আমরা একশো শতাংশ সুস্থ হওয়ার সুযোগ দিচ্ছি। ও আমাদের দলের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। ফলে ওর জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ছন্দে ছিলেন লুঙ্গি এনগিডি। তিন উইকেট পান তিনি। ডুপ্লেসি বলেছেন, ‘‘এনগিডির বোলিং অ্যাকশনটা খুব মসৃণ। ওর শুরুটা ভাল না হলেও, দারুণ ভাবে ফিরল। জস বাটলারকে আউট করাটা মুখের কথা নয়।’’

প্রতিপক্ষ বাংলাদেশ খাতায়-কলমে অনেকটা পিছিয়ে থাকলেও ডুপ্লেসিদের কোচ গিবসন সেই ব্যাপারকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘‘আমি বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ সাম্প্রতিক সময়ে দেখেছি। আমার মনে হয়েছে, ওদের খাটো নজরে দেখলে ঠকতে হবে বলে মনে হয়। তা ছাড়া এ বার যে ফর্ম্যাটে বিশ্বকাপ হচ্ছে তাতে কোনও ম্যাচই সহজ হবে না। তাই আমাদের সমস্ত বিভাগে নিখুঁত থাকতে হবে।’’ কোচের ব্যাখ্যায় সম্মতি জানিয়ে ডুপ্লেসিও বলেছেন, ‘‘প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্সে যে ফাঁক ছিল, সেটা বলার প্রয়োজন পড়ে না। বাংলাদেশ দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে, যারা যে কোনও সময়ে ম্যাচের রং পাল্টে দিতে পারে। ওদের সেই সুযোগ দেওয়া যাবে না। শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket South Africa Bangladesh Faf du Plesis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE