যুব অলিম্পিক্সে ভারতকে সাত নম্বর পদক জয়ের দিকে এগিয়ে দিল তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। বুয়েনস আইরেসে জুনিয়র এশিয়া চ্যাম্পিয়ন লক্ষ্য প্রথম গেমে হেরে গিয়েও দুরন্ত ভাবে ফিরে এসে হারায় দ্বিতীয় বাছাই জাপানের কোদাই নারাওকাকে। ফল লক্ষ্যের পক্ষে ১৪-২১, ২১-১৫, ২৪-২২। এই জয়ে লক্ষ্যের অন্ততপক্ষে রুপো জয় নিশ্চিত।
ফাইনালে লক্ষ্যের মুখোমুখি চিনের লি শিফেং। যদি চিনা তারকাকে হারাতে পারে লক্ষ্য, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে যুব অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়বে। ২০১০ সালে সিঙ্গাপুরে প্রণয় কুমার রুপো জিতেছিলেন ভারতের হয়ে। এখনও পর্যন্ত সেটাই যুব অলিম্পিক্সে ভারতের সেরা পারফরম্যান্স।
লক্ষ্যের পাশাপাশি এই প্রতিযোগিতায় পদকের দিকে এগোচ্ছে ভারতের মেয়েরাও। ৫-২ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মেয়েরা। গোল মুমতাজ খান (২ ও ১৭ মিনিট), রীত (১০), লালরেমসিয়ামি (১২) এবং ইশিকা চৌধুরির (১৩)। এই জয়ের ফলে গ্রুপে দু’নম্বরে আছে ভারত। শীর্ষে আর্জেন্টিনা।