Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

অশ্বিন ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

অষ্টমীর বিকেলটা যদি হয় বিরাট কোহালির, তা হলে নবমীর বিকেলটা অবশ্যই রবিচন্দ্রন অশ্বিনের। উমার আসন্ন বিদায়ের মন খারাপটা অশ্বিনের ছ'উইকেটের 'পথ্যে' কিছুটা আরোগ্যলাভ করল যেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ১৯:০৭
Share: Save:

অষ্টমীর বিকেলটা যদি হয় বিরাট কোহালির, তা হলে নবমীর বিকেলটা অবশ্যই রবিচন্দ্রন অশ্বিনের। উমার আসন্ন বিদায়ের মন খারাপটা অশ্বিনের ছ'উইকেটের 'পথ্যে' কিছুটা আরোগ্যলাভ করল যেন।

ইনদওরে দিনের শুরুটা কিন্তু মোটেই ভারতের ছিল না। বিরাটদের ৫৫৭ এর পর্বতের জবাব দুর্দান্ত ভাবেই দিচ্ছিল কিউইরা। মার্টিন গাপ্তিল বা টম লাথামকে দেখে মনেই হচ্ছিল না তাঁরা আউট হতে পারেন। প্রথম উইকেটে সিরিজে দলের সর্বোচ্চ রানের পার্টনারশিপ করে ফেলেন তাঁরা। ৩৫ তম ওভারে ১১৮ রানে প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ৫৩ রানে আউট হন লাথাম। তবে অশ্বিনের বলে লাথামের কট অ্যান্ড বোল্ডটি কিছুটা বিতর্কিত।

লাথামের আউটের জন্যই যেন অপেক্ষা করছিলেন অশ্বিন। ১১৮/১ থেকে কিছু ক্ষণের মধ্যেই ১৪৮/৫। একাই তত ক্ষণে চার উইকেট নিয়ে ফেলেছেন দেশের এই মুহূর্তের সেরা অফ স্পিনার। এর পর জেমস নিশাম কিছুটা চেষ্টা করলেও ফলো অনের লক্ষের অনেক আগেই থেমে যায় ব্ল্যাক ক্যাপসরা। ইনিংস শেষ হয় ২৯৯ রানে।ছ'উইকেট নেন অশ্বিন। দু'টি নেন জাডেজা।

২৫৬ রানে এগিয়ে থেকেও উইলিয়ামসনদের ফলো অন করাননি বিরাট। ফের ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৮ রান তুলে ফেললেও আহত হয়ে ফিরে গিয়েছেন গম্ভীর। ডান কাঁধে চোট পেয়েছেন তিনি। তাঁর আঘাত যদি গুরুতর হয়, তা হলে রাহুল, ধবনের পর তৃতীয় ওপেনারকে সিরিজের মাঝপথে হারাবে ভারত।

আরও পড়ুন: কোহালিয়ানার মহাষ্টমী, কিংবদন্তি ক্লাবে বিরাট প্রবেশ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India- New Zealand Test Series Ravichandran Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE