Advertisement
০২ মে ২০২৪
জোরে বোলাররা দাপট দেখানোর পর ব্যাট হাতে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা।

জোরে বোলাররা দাপট দেখানোর পর ব্যাট হাতে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০০:০৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২৩:১৩ key status

বোলিংয়ের পর ব্যাটেও লড়াকু মনোভাব ভারতের

সাহেবদের ১৮৩ রানে অল আউট করে দেওয়ার পর, ব্যাট হাতেও মেলে ধরলেন রোহিত (৯) ও রাহুল (৯)। ফলে প্রথম দিনের শেষে ১৩ ওভারে ২১ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের থেকে এখনও ১৬২ রানে পিছিয়ে বিরাট কোহলীর দল। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২২:৪৮ key status

১০ ওভারের শেষে ভারতের রান ২০

ক্রিজে জাঁকিয়ে বসতে শুরু করেছেন রোহিত ও রাহুল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২২:২৪ key status

শুরুতেই সাবধানী ভারত

৫ ওভারের শেষে ভারতের রান ১৩। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কে এল রাহুল। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২২:০৫ key status

ব্যাট করতে নামল টিম ইন্ডিয়া

লক্ষ্য বড় রানের লিড। সেই লক্ষ্য নিয়ে ক্রিজে এসেছেন রোহিত শর্মা ও কে এল রাহুল। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২১:৫৯ key status

১৮৩ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হল। যশপ্রীত বুমরা, মহম্মদ শামির দাপটে ৬৫.৪ ওভারে মাত্র ১৮৩ রানে শেষ হয়ে গেল সাহেবদের প্রথম ইনিংস। বুমরা ৪৬ রানে ৪, শামি ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। শার্দূল নিয়েছেন ৪১ রানে ২ উইকেট। সিরাজের ঝুলিতে এসেছে একটি উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জো রুট।  

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২১:২৫ key status

ফিরলেন স্টুয়ার্ট ব্রড, ৯ উইকেট হারাল ইংল্যান্ড

স্টুয়ার্ট ব্রডকে আউট করলেন বুমরা। ১৬০ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২১:১৮ key status

ফের সফল হলেন শার্দূল

রুটকে আউট করার পর ৫৮.৪ ওভারে অলি রবিনসনকে সাজঘরে ফেরালেন শার্দূল ঠাকুর। মাত্র ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২১:১৬ key status

জো রুটকে হারাল ইংল্যান্ড, ১৫৫ রানে ৭ উইকেট হারাল ইংরেজরা

প্রথম টেস্টের প্রথম দিন সাহেবদের সবচেয়ে বড় ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। জো রুট ব্যক্তিগত ৬৪ রানে আউট হলেন।  

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:৫৯ key status

১৪৫ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারাল ইংল্যান্ড

শেষ বেলায় ভারতীয় জোরে বোলারদের দাপট বজায় রয়েছে। এ বার যশপ্রীত বুমরা ধাক্কা দিলেন। খালি হাতে ফিরতে বাধ্য হলেন জস বাটলার। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:৩৮ key status

তৃতীয় সেশন শুরু হতেই আবার উইকেট

ফের জ্বলে উঠলেন মহম্মদ শামি। ড্যান লরেন্সকে ফিরিয়ে সাহেবদের ফের ধাক্কা দিলেন। ১৩৮ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:২১ key status

প্রথম টেস্টের দ্বিতীয় সেশনেও দাপট টিম ইন্ডিয়ার

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বিরাটবাহিনী দাপট বজায় রেখেছে। চতুর্থ উইকেটে জো রুট ও জনি বেয়ারস্টো ৭২ রান যোগ করলেও, চা পানের বিরতির কিছুক্ষণ আগে ইংরেজদের ফের ধাক্কা দিলেন শামি। ৫০.২ ওভারে ১৩৮ রান তুলতে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। রুট ৯১ বলে ৫২ রান ক্রিজে আছেন। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:১৬ key status

একা লড়ছেন জো রুট

ভারতের জোরে বোলারদের বিরুদ্ধে একা লড়ে ৫০তম অর্ধ শতরান পূরণ করলেন ইংরেজ অধিনায়ক। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:১৩ key status

জনি বেয়ারস্টো আউট

জনি বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডকে ফের ধাক্কা দিলেন মহম্মদ শামি। ১৩৮ রানে ৪ উইকেট হারাল সাহেবরা। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৯:২৬ key status

৪১ ওভারের শেষে ৩ উইকেটে ১০১ রান তুলেছে ইংল্যান্ড

জো রুট (৩৫) ও জনি বেয়ারস্টোর (১১) ব্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া সাহেবরা। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৮:৪২ key status

৩১ ওভারের শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে

ভারতের জোরে বোলারদের দাপটে চাপ ইংরেজরা। প্রথম ইনিংসে বড় রান গড়ার জন্য সবাই এখন জো রুটের দিকে তাকিয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ১৮ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনি বেয়ারস্টো। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৮:২৯ key status

মধ্যাহ্নভোজের পরেই সাফল্য পেল ভারত

যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পর এ বার দলকে সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। ২৭.৩ ওভারে ফেরালেন ডম সিবলেকে। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন কে এল রাহুল। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:৪৩ key status

মধ্যাহ্নভোজের সময় ২ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে ইংল্যান্ড

প্রথম টেস্টের প্রথম সেশন ভারতের নামে রইল। প্রথম ওভারের পঞ্চম বলে বিপক্ষের প্রথম উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা। ইনিংসের ২১.৫ ওভারে জ্যাক ক্রলিকে আউট করে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:২২ key status

২৭ রানে ফিরলেন জ্যাক ক্রলি। ইংল্যান্ড ৪২ রানে ২ উইকেট

জ্যাক ক্রলিকে ডানহাতি জোরে বোলার মহম্মদ সিরাজ ফেরালেও যাবতীয় কৃতিত্ব কিন্তু ঋষভ পন্থের। ক্রলির ব্যাটের কানায় বল লেগে পন্থের দস্তানায় জমা পড়ে। আপিল করেন উইকেটরক্ষক। অধিনায়ক বিরাট কোহলী ও সিরাজ ব্যাটে-বলে হওয়ার ব্যাপারটা টের পাননি। তবে ডিআরএস চাইলে ভারতের পক্ষে রায় যায়। স্কোরবোর্ডে ক্রলির আউট হওয়ার মুহূর্ত ভেসে উঠতেই মুখ ঢেকে লজ্জিত বোধ করেন কোহলী।   

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:০৭ key status

জ্যাক ক্রলির ব্যাটে ধীরেসুস্থে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড

২০ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুললো ইংল্যান্ড। জ্যাক ক্রলি ২৩ ও ডম সিবলে ১১ রানে ক্রিজে রয়েছেন। 

timer শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৬:৪৮ key status

বাইশ গজে লড়ছেন জ্যাক ক্রলি ও ডম সিবলে

ভারতের তিন জোরে বোলারের দাপটে ১৫ ওভারে ১ উইকেটে মাত্র ৩৩ রান তুললো জো রুটের দল।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE