কেপ টাউনের পর সেঞ্চুরিয়ানেও প্রোটিয়া বাহিনীর কাছে হেরে টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। আর এর পরই সাংবাদিক সম্মেলনে এসে মেজাজ হারান কোহালি।
সংবাদিক সম্মেলনে কোহালির যে রূপের সঙ্গে একেবারেই পরিচিত নয় ক্রিকেটমহল।
হারের পর ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করা হয়, “আপনারা কি সেরা একাদশ খেলাচ্ছেন?” এই প্রশ্ন শুনেই চটে যান কোহালি। পাল্টা সাংবাদিককে প্রশ্ন করেন, “আপনার মতে সেরা একাদশ কী? ৩৪টি টেস্টের মধ্যে ক’টা টেস্ট আমরা জিতেছি? ক’টা ড্র করেছি? শুনে রাখুন, আমরা ২১টি ম্যাচ জিতেছি(রেকর্ড অবশ্য বলছে ২০) এবং মাত্র দু’টি হেরেছি। আর আমি আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি।”