Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পর পর দুই ম্যাচ হেরে বিরাট প্রশ্নের মুখে কোহালির নেতৃত্ব, কেমন দল নামালে আজ জিততে পারেন ভারত অধিনায়ক

মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছে। এ বার কোহালিদের সামনে কেন উইলিয়ামসনরা। দু’টি ম্যাচে হেরে এমনিতেই লিগ টেবিলে নীচের দিকে রয়েছেন আরসিবি। আজ কী তাঁরা জয়ের পথে ফিরবেন। কেমনই বা হতে পারে কোহালিদের প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১০:৪১
Share: Save:
০১ ১২
মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছে। এ বার কোহালিদের সামনে কেন উইলিয়ামসনরা। দু’টি ম্যাচে হেরে এমনিতেই লিগ টেবিলে নীচের দিকে রয়েছেন আরসিবি। আজ কী তাঁরা জয়ের পথে ফিরবেন। কেমনই বা হতে পারে কোহালিদের প্রথম একাদশ।

মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছে। এ বার কোহালিদের সামনে কেন উইলিয়ামসনরা। দু’টি ম্যাচে হেরে এমনিতেই লিগ টেবিলে নীচের দিকে রয়েছেন আরসিবি। আজ কী তাঁরা জয়ের পথে ফিরবেন। কেমনই বা হতে পারে কোহালিদের প্রথম একাদশ।

০২ ১২
বিরাট কোহালি: দলকে জেতাতে সমর্থকরা তাকিয়ে রয়েছেন অধিনায়ক কোহালির ব্যাটের দিকে। আইপিএলেএখন পর্যন্ত বিশ্বের সেরা ব্যাটসম্যানটিকে চেনা ফর্মে পাওয়া যায়নি।

বিরাট কোহালি: দলকে জেতাতে সমর্থকরা তাকিয়ে রয়েছেন অধিনায়ক কোহালির ব্যাটের দিকে। আইপিএলেএখন পর্যন্ত বিশ্বের সেরা ব্যাটসম্যানটিকে চেনা ফর্মে পাওয়া যায়নি।

০৩ ১২
পার্থিব পটেল: ভারতীয় দলে তিনি নেই। সুযোগ পাচ্ছেন একমাত্র আইপিএলেই। ফলে দলকে জেতাতে মরিয়া পার্থিব। ভাল কিছু করতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

পার্থিব পটেল: ভারতীয় দলে তিনি নেই। সুযোগ পাচ্ছেন একমাত্র আইপিএলেই। ফলে দলকে জেতাতে মরিয়া পার্থিব। ভাল কিছু করতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

০৪ ১২
এবি ডি’ভিলিয়ার্স: শেষ ম্যাচে এবি’র ঝলক দেখা গিয়েছিল। আজও বড় রানের ইনিংস গড়তে এই দক্ষিণ আফ্রিকানের দিকে তাকিয়ে দল।

এবি ডি’ভিলিয়ার্স: শেষ ম্যাচে এবি’র ঝলক দেখা গিয়েছিল। আজও বড় রানের ইনিংস গড়তে এই দক্ষিণ আফ্রিকানের দিকে তাকিয়ে দল।

০৫ ১২
শিমরন হেটমায়ার: হার্ডহিটার হিসেবে সাড়া জাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারটি। যদিও এখনও পর্যন্ত আইপিএলে সেই ঝলক দেখা যায়নি। দলে থাকা এবং দলকে জয়ের মুখ দেখানোর জন্য হেটমায়ারের দায়িত্ব থাকবে।

শিমরন হেটমায়ার: হার্ডহিটার হিসেবে সাড়া জাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারটি। যদিও এখনও পর্যন্ত আইপিএলে সেই ঝলক দেখা যায়নি। দলে থাকা এবং দলকে জয়ের মুখ দেখানোর জন্য হেটমায়ারের দায়িত্ব থাকবে।

০৬ ১২
মইন আলি: বাঁহাতি অলরাউন্ডারটি দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন। স্পিন বোলিংয়ের হাতটাও বেশ। স্বাভাবিক ভাবেই মইনেরদিকে বিশেষ নজর থাকবে আজকের ম্যাচে।

মইন আলি: বাঁহাতি অলরাউন্ডারটি দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন। স্পিন বোলিংয়ের হাতটাও বেশ। স্বাভাবিক ভাবেই মইনেরদিকে বিশেষ নজর থাকবে আজকের ম্যাচে।

০৭ ১২
শিবম দুবে: অনেক ভরসা করে আরসিবি দলে নিয়েছে শিবমকে। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। আজ মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে।ফলে দলের ভারসাম্য বাড়বে সন্দেহ নেই।

শিবম দুবে: অনেক ভরসা করে আরসিবি দলে নিয়েছে শিবমকে। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। আজ মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে।ফলে দলের ভারসাম্য বাড়বে সন্দেহ নেই।

০৮ ১২
কলিন ডিগ্র্যান্ডহোম: খেলানো হতে পারে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোমকে। অলরাউন্ডার গ্র্যান্ডহোমকে মাঠে নামালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেরও শক্তি বাড়বে।

কলিন ডিগ্র্যান্ডহোম: খেলানো হতে পারে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোমকে। অলরাউন্ডার গ্র্যান্ডহোমকে মাঠে নামালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেরও শক্তি বাড়বে।

০৯ ১২
উমেশ যাদব: সামনেই বিশ্বকাপ। জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য উমেশকে আইপিএলে সফল হতেই হবে। আজ বল হাতে উমেশ সফল না হলে সমস্যা বাড়বে আরসিবির।

উমেশ যাদব: সামনেই বিশ্বকাপ। জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য উমেশকে আইপিএলে সফল হতেই হবে। আজ বল হাতে উমেশ সফল না হলে সমস্যা বাড়বে আরসিবির।

১০ ১২
যুজবেন্দ্র চহাল: কোহালির বিরাট পছন্দের বোলার। বিপক্ষের ব্যাটিং শক্তি ভাঙতে চহাল অন্যতম ভরসার পাত্র অধিনায়কের।

যুজবেন্দ্র চহাল: কোহালির বিরাট পছন্দের বোলার। বিপক্ষের ব্যাটিং শক্তি ভাঙতে চহাল অন্যতম ভরসার পাত্র অধিনায়কের।

১১ ১২
ওয়াশিংটন সুন্দর: গত বছর আইপিএলে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও এ বারের আরসিবি দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর। আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন সুন্দর। সেই সুযোগ কাজে লাগাতে হবে।

ওয়াশিংটন সুন্দর: গত বছর আইপিএলে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও এ বারের আরসিবি দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর। আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন সুন্দর। সেই সুযোগ কাজে লাগাতে হবে।

১২ ১২
মহম্মদ সিরাজ: উমেশের সঙ্গে বোলিং শুরুর দায়িত্বে থাকতে পারেন সিরাজ। আরসিবি-র তরুণ ব্রিগেডের অন্যতম ভারতীয় দলের এই ক্রিকেটারটি।

মহম্মদ সিরাজ: উমেশের সঙ্গে বোলিং শুরুর দায়িত্বে থাকতে পারেন সিরাজ। আরসিবি-র তরুণ ব্রিগেডের অন্যতম ভারতীয় দলের এই ক্রিকেটারটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE