Advertisement
০৪ মে ২০২৪

ইডেনে মহারণের আগে তৈরি কলকাতা-মুম্বই

শুরুটা দুই দলের দু’রকমভাবে হয়েছে। মুম্বইকে হারতে হয়েছে ঘর শত্রু পুণের কাছে। অন্যদিকে, কলকাতা দিল্লিকে উড়িয়ে দিয়ে নবম আইপিএল-এ শুরু করেছে জয় দিয়েই। আজ ইডেনে মুখোমুখি হতে চলেছে দুই দল। তার আগের হিসেব বলছে ১৬বার মুখোমুখি হয়েছে এই দুই দল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৮:৫৪
Share: Save:

শুরুটা দুই দলের দু’রকমভাবে হয়েছে। মুম্বইকে হারতে হয়েছে ঘর শত্রু পুণের কাছে। অন্যদিকে, কলকাতা দিল্লিকে উড়িয়ে দিয়ে নবম আইপিএল-এ শুরু করেছে জয় দিয়েই। আজ ইডেনে মুখোমুখি হতে চলেছে দুই দল। তার আগের হিসেব বলছে ১৬বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানে ১১ বার জিতেছে মুম্বই ৫ বার কলকাতা। ইতিহাসের হিসেবে এগিয়ে মুম্বইঃই। কিন্তু টি২০ ক্রিকেট কোনও হিসেবই মানে না। কলকাতার এই গরমটাই সব থেকে বেশি সমস্যায় ফেলবে দুই দলকে। যদিও ম্যাচ রাত আটটায়। তবুও সূর্য অস্ত গেলেও আদ্রতার পরিমাণ যথেষ্টই কষ্টকর। এর মধ্যেই ঘরের মাঠে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের লক্ষ্য অবশ্যই থাকবে নবম আইপিএল-এ প্রথম জয় তুলে নেওয়া। ইতিহাস রয়েছে মুম্বইয়ের সঙ্গেই।

এদিকে, কলকাতা দলের বোলাররা দিল্লি ম্যাচে ভাল বল করলেও মুম্বই যে সহজ প্রতিপক্ষ নয় সেটা সকলেই জানে। এমন অবস্থায় নারিনের মতো বোলারের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা। যদিও ব্র্যাড হগ ও চাওলারা বল হাতে সাফল্য এনে দিয়েছে দলকে। দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাচ্ছে না নারিনকে। উল্টোদিকে, মুম্বই দলও পাচ্ছে না লাসিথ মালিঙ্গাকে। চোটের জন্য দু’সপ্তাহ আপাতত মাঠের বাইরে তিনি। যদিও পোলার্ড খেলার জন্য ফিট হয়ে ফিরছেন দলে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘আমরা প্রথম পার্টেই যতটা সম্ভব ম্যাচ জিতে নিতে চাইছি। আগেরটা একটা খারাপ দিন ছিল। আমরা ভাল ব্যাট করতে পারিনি। যেটা বোলারদের উপর চাপ হয়ে গিয়েছিল। তবুও আমরা জিততে পারতাম যদি শুরুতেই কিছু উইকেট তুলে নিতে পারতাম। তবে অতীত ভুলে আমাদের এখন পুরো ফোকাস আজকের ম্যাচে।’’

ব্র্যাড হগ অবশ্য নারিন না থাকায় কিছুটা হলেও হতাশ। বলেন, ‘‘নারিন একজন দারুণ বোলার। ওকে আরা মিস করছি। এটা আমাদের জন্য খুব হতাশার। এটাই খেলার অংশ মেনে নিতে হবে। আমরা ভাল অনুশীলন করেছি। নিজেদের সেরাটাই দেব।’’

আরও খবর

এপ্রিলের পর মহারাষ্ট্রে আর নয় আইপিএল, নির্দেশ আদলতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl 2016 KKR Mumbai Eden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE