আইপিএল। ক্রিকেটের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ক্রিকেট শো। যা অনেক অপরিচিতকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দিয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকজন ঘরোয়া ক্রিকেটারকে যাঁদের দিকে নজর থাকবে এ বার।
২ / ৬
প্রথমেই এই তালিকায় রাখতে হবে চেন্নাই সুপার কিংসের ধ্রুব শোরেকে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে দিল্লির এই ব্যাটসম্যানের গড় বেশ ভাল। মুস্তাক আলি ট্রফিতে তাঁর গড় ৬০-এর বেশি, স্ট্রাইক রেট ১৪১.৫৮।
Advertisement
Advertisement
৩ / ৬
আকাশদীপ নাথ। কিঙ্গস ইলেভন পঞ্জাবের অন্যতম ভরসা। মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রয়োজেন উইকেটের পিছনেও দাঁড়াতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্স। উত্তরপ্রদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটারটি এ বছর বিজয় হাজারে ট্রফিতে রাজ্যের দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনটি অর্ধশত রানও করেছেন আকাশদীপ।
৪ / ৬
এ বার রাজস্থান রয়্যালস যাঁদের উপর তাকিয়ে রয়েছে তাঁদের মধ্যে অন্যতম অলরাউন্ডার মহিপাল লোমরোর। রাজস্থানের হয়ে এ বারে বিজয় হাজারে ট্রফিতে ১৮ বছরের এই বাঁ হাতি ব্যাটসম্যানের গড় ৪৯.২। অন্য দিকে মুস্তাক আলি ট্রফিতে তাঁর গড় ২৫.৪। গত বার অনূর্ধ্ব ১৯ দলের প্রতিনিধি ছিলেন তিনি।
Advertisement
৫ / ৬
এ বারের আইপিএল-এ র্যয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম ভরসা কুলবন্ত খেজরোলিয়া। দিল্লির বাঁ হাতি এই মিডিয়াম পেস বোলারের দাপট বেশ ভাল ভাবেই বোঝা গিয়েছে বিজয় হাজারে ট্রফিতে। এখনও পর্যন্ত এ বারের বিজয় হাজারে ট্রফিতে ১২টি উইকেট নিয়েছেন তিনি। অন্য দিকে, সইদ মুস্তাক আলি ট্রফির ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন কুলবন্ত।
৬ / ৬
সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি মিডিয়াম পেসার খলিল আহমদের ঘরোয়া ক্রিকেটে সাফল্য বেশ চমকপ্রদ। ঘরোয়া টি-২০ সিরিজ সইদ মুস্তাক আলি ট্রফিতে নিজ রাজ্য রাজস্থানের হয়ে ১০ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে খলিল।