Advertisement
০৪ জুন ২০২৪
Sports News

আইওএ-র সভাপতির পদ থেকে সরানো হল কলমডী, চৌটালাকে

সুরেশ কলমডী ও অভয় সিংহ চৌটালাকে আজীবন সভাপতির পদে বসিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনকে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও তাদের সমর্থন তুলে নিয়েছে আইওএ-র উপর থেকে।

সুরেশ কলমডী ও অভয় সিংহ চৌটালা। ছবি: পিটিআই।

সুরেশ কলমডী ও অভয় সিংহ চৌটালা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ১৬:০৯
Share: Save:

সুরেশ কলমডী ও অভয় সিংহ চৌটালাকে আজীবন সভাপতির পদে বসিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনকে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও তাদের সমর্থন তুলে নিয়েছে আইওএ-র উপর থেকে। প্রতিবাদে সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের নারিন্দর বাত্রা। ছেড়েছেন আইওএ-র সহ-সভাপতির পদও। এই অবস্থায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বাধ্য হল ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, কলমডী ও চৌটালার নির্বাচন খারিজ করা হয়েছে। ক্রীড়া মন্ত্রক ও ইন্টারন্যাশনাল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের রক্ত চক্ষুর ভয়েই মূলত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল আইওএ। এক কর্তা জানান, ‘‘এজিএম-এর সব নথি খতিয়ে দেখা হয়েছে। সেই সিদ্ধান্তে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। যে কারণে কলমডী ও চৌটালা আইওএ-র আজীবন সভাপতি পদে আপাতত থাকছেন না। এই দু’জনের আইওএ-র সঙ্গে আর কোনও সম্পর্ক নেই।’’

এই সিদ্ধান্ত নেওয়ার পরই ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল আইওএ-কে শো-কজ নোটিস পাঠান। কেন এমন দু’জনকে আবার আইওএ-তে ফিরিয়ে আনা হল যখন তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ। সেই সময় আইওএ নিজেদের সিদ্ধান্তের সপক্ষে জানিয়েছিল, এটা আইনত কোনও ভুল সিদ্ধান্ত নয়। যদিও বিতর্ক শুরু হতেই কলমডী নিজেই জানিয়ে দিয়েছিলেন তিনি এই পদ গ্রহন করছেন না। চৌটালাকেও সরে দাঁড়ানোর জন্য চাপ দেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশনও ব্যাপারটি ভাল ভাবে নেয়নি। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বাধ্য হল আইওএ।

আরও খবর: যুবরাজ নির্বাচনের উত্তাপ ছাড়িয়ে বাইরের উত্তাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suresh Kalmadi Abhay Singh Chautala IOA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE