Advertisement
০৪ জুন ২০২৪

মেসিকে নিয়ে চিন্তা, চনমনে রোনাল্ডো

প্রথমে উরুগুয়ে। তার পর ভেনেজুয়েলা। যোগ্যতা পর্বে পর পর দু’ম্যাচে ড্র করার অনিশ্চয়তার কালো মেঘ আর্জেন্তিনার বিশ্বকাপ আকাশে। পর্তুগাল শিবিরে কিন্তু উৎসবের আবহ। পর পর দু’ম্যাচে জিতে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন রোনাল্ডো-রা।

ভরসা: আর্জেন্তিনা তাকিয়ে মেসির দিকে। —ফাইল চিত্র।

ভরসা: আর্জেন্তিনা তাকিয়ে মেসির দিকে। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪২
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা যখন বাড়ছে, তখন আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন খোশমেজাজেই।

প্রথমে উরুগুয়ে। তার পর ভেনেজুয়েলা। যোগ্যতা পর্বে পর পর দু’ম্যাচে ড্র করার অনিশ্চয়তার কালো মেঘ আর্জেন্তিনার বিশ্বকাপ আকাশে। পর্তুগাল শিবিরে কিন্তু উৎসবের আবহ। পর পর দু’ম্যাচে জিতে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন রোনাল্ডো-রা।

আর্জেন্তিনার বিপর্যয়ের জন্য কোচ জর্জে সাম্পাওলিকেই দায়ি করছেন সিজার লুইস মেনোত্তি। ১৯৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্তিনার কোচ খোলাখুলিই বলেছেন, ‘‘সেভিয়া আর আর্জেন্তিনার জাতীয় দলকে কোচিং করানো কিন্তু এক নয়। আর্জেন্তিনা দলে মেসির মতো ফুটবলার আছে। আমি তো ওর কোচিংয়ের কিছুই বুঝতে পারলাম না।’’ এখানেই শেষ নয়। মেনোত্তি যোগ করেছেন, ‘‘আর্জেন্তিনার সাম্প্রতিক পারফরম্যান্স আতঙ্কিত হওয়ার মতোই।’’

কেন এই হাল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের? মেনোত্তির ব্যাখ্যা, ‘‘অতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে দু’ম্যাচে ১৮ গোল করেছিলাম আমরা। ওদের ঘরের মাঠে কারাকাসে জিতেছিলাম ৭-০ গোলে। আর রোজারিও-তে ফল ছিল ১১-০। অথচ সেই ভেনেজুয়েলাকেই আমরা এখন হারাতে পারি না।’’

মেনোত্তির মতে অতিরিক্ত মেসি নির্ভরতাও আর্জেন্তিনার বিপর্যয়ের অন্যতম কারণ। তিনি বলেছেন, ‘‘মেসিকে আটকানোর জন্য মরিয়া হয়ে থাকে প্রতিপক্ষের কোচেরা। মেসির প্র্যাকটিস রেকর্ড করে রাখার জন্য ড্রোন পাঠান। অন্তত চোদ্দো জন ব্যস্ত থাকে কী ভাবে মেসি বল ধরে ও দৌড়য় তা বিশ্লেষণ করে ওকে আটকানোর স্ট্র্যাটেজি তৈরি করতে। এই অবস্থায় খেলা কিন্তু সহজ নয়।’’ আর্জেন্তিনার বিখ্যাত নাচ ট্যাঙ্গোর উদাহরণ দিয়ে তিনি আরও বলেছেন, ‘‘ফুটবল অনেকটা ট্যাঙ্গো ডান্সের মতো। কারও পক্ষেই সব সময় দৌড়নো সম্ভব নয়।’’

আরও পড়ুন

ইপিএল ডার্বিতে আজ পেপ বনাম ক্লপ

আর্জেন্তিনার বিশ্বকাপ ভাগ্য এখন নির্ভর করছে পরের দু’টো ম্যাচের উপর। অক্টোবরে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধে খেলবেন মেসি-রা। তার পর খেলতে হবে ইকুয়েডরের সঙ্গে। আর্জেন্তিনা কি পারবে ঘুরে দাঁড়াতে। নাকি অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচের জন্য, সেটাই
এখন দেখার।

আপাতত মেসি-রোনাল্ডো দুই মহাতারকাই ফিরে এসেছেন ক্লাব ফুটবলে। আজ, শনিবার সান্তিয়াগো বের্নাবাউ-তে লেভন্তের বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার প্রতিপক্ষ এস্প্যানল। দলে ফিরেই কিংবদন্তি জিনেদিন জিদানের প্রশংসা পেয়েছেন সি আর সেভেন। রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘রোনাল্ডো অন্য গ্রহের ফুটবলার। দারুণ বুদ্ধিমান। ওকে কিছু বোঝানোর জন্য বেশি পরিশ্রম করতে হয় না। রোনাল্ডো শুধু নিজে অসাধারণ ফুটবলার নয়, সতীর্থদেরও উজ্জীবিত করে সব সময়।’’ তবে লেভন্তের বিরুদ্ধে সি আর সেভেন যে খেলবেন তা এখনও নিশ্চিত নয়।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE