স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের বিরুদ্ধে হারতে হয় তাঁকে। ডোপিং সাসপেনশন থেকে ফিরে ফিটনেস বাড়াতে আরও টুর্নামেন্টে নামতে চান তিনি— মারিয়া শারাপোভা।
পাঁচ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা শারাপোভা বলছেন, ‘‘আমি আরও ম্যাচ খেলতে চাই। এরপরে মাদ্রিদ আর রোমেও খেলব। গ্র্যান্ড স্ল্যামের মতোই গুরুত্ব দেব এই টুর্নামেন্টগুলোকে। অনেক দিন আমি কোর্টের বাইরে। তাই ম্যাচ ফিটনেস চাই।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘কোর্টে নামার এই অনুভবটাই আমার দারুণ লাগে।’’
শারাপোভার সেমিফাইনালের বিদায়ের পিছনে সবাই দায়ী করে তাঁর ম্যাচ ফিটনেস। কিন্তু সেই সব কটাক্ষ উড়িয়ে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বলছেন, ‘‘নিজের খেলায় খুশি আমি। কোর্টে নামার আগে বোঝা যায় না কী রকম অবস্থায় আছি। কিন্তু আবার নিজের সেরা ফর্মে ফিরতে চাই।’’