মোহনবাগান ২ আইজল এফসি ১
(গ্লেন-২, বলবন্ত) (প্রীতম-সেমসাইড)
গত মরশুমের আই লিগ যেখানে শেষ করেছিল মোহনবাগান, সেখান থেকেই শুরু হয়ে গেল এই মরশুমের লিগ দৌড়। চ্যাম্পিয়নরা জয় দিয়েই শুরু করল। যদিও প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ সবুজ-মেরুন ব্রিগেড। শুরুতেই জয় এল ঠিকই। কিন্তু জয়ের উচ্ছ্বাসে একটু হলেও ধাক্কা দিল প্রীতম কোটালের সেমসাইড গোল। না হলে ম্যাচের ফল ৩-০ হত। নতুন দল আইজল এফসি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কোনও প্রতিরোধই তৈরি করতে পারল না। জুয়ালা, ইমানুয়েলরা গুটিয়ে থাকলেন চ্যাম্পিয়নদের সামনে। ছ’মিনিটে কর্নেল গ্লেনের গোলে এগিয়ে যাওয়ার ১০ মিনিটের মধ্যেই মোহনবাগানের রাইটব্যাক প্রীতম কোটালের সেমসাইড গোলে সমতায় ফেরে আইজল এফসি। আইজল স্ট্রাইকার জয়রামের শট বক্সের মধ্যে থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল পাঠিয়ে দেন প্রীতম। যদিও এমন পড়ে পাওয়া চোদ্দ আনার মতো গোল ধরে রাখতে পারল না আইজল।