Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Moin Ali is happy after century

‘ভারতের ক্যাচ ফেলা আমাদের কাজে লেগেছে’

ইংল্যান্ডের রানের পাহাড় বানানোর নেপথ্যে যে রয়েছে ভারতের ফিল্ডিং সেটা সরাসরি মেনে নিচ্ছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মঈন আলি। প্রথম দিনই ম্যাচের শুরুতে তিন ক্যাচ ফেলেছিল ভারতের ফিল্ডাররা। আর বৃহস্পতিবার দ্বিতীয় দিন পর পর দু’বার বেন স্টোকসের ক্যাচ ফেলেন ঋদ্ধিমান সাহা ও উমেশ যাদব।

মঈন আলি সেঞ্চুরির পর। ছবি: রয়টার্স।

মঈন আলি সেঞ্চুরির পর। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ২১:০৭
Share: Save:

ইংল্যান্ডের রানের পাহাড় বানানোর নেপথ্যে যে রয়েছে ভারতের ফিল্ডিং সেটা সরাসরি মেনে নিচ্ছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মঈন আলি। প্রথম দিনই ম্যাচের শুরুতে তিন ক্যাচ ফেলেছিল ভারতের ফিল্ডাররা। আর বৃহস্পতিবার দ্বিতীয় দিন পর পর দু’বার বেন স্টোকসের ক্যাচ ফেলেন ঋদ্ধিমান সাহা ও উমেশ যাদব। তখন ৬০ ও ৬১ রানে ব্যাট করছিলেন স্টোকস। এরপর সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকেও। তার আগে সেঞ্চুরি করে ফেলেছেন জো রুট ও মঈন আলি। এদিন ম্যাচ শেষে মঈন আলি বলেন, ‘‘ক্রিকেটে এমনটা হয়। আমরা খুব ভাল শুরু করেছি। যদি এই ক্যাচগুলো নিত তা হলে অন্যরকম হতে পারত। আর আমার বিশ্বাস এই ভুল আর ওরা করবে না।’’

রাজকোটের উইকেট দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহায়ক যে হবে না সেটাও মেনে নিচ্ছেন মঈন। দু’দিন দীর্ঘ সময় ব্যাট করে তিনি বুঝেছেন পিচ ক্রমশ মন্থর হচ্ছে। বলেন, ‘‘বাউন্স কমছে। পিচ ফাটছে।এটা খুব ভাল পিচ। এই দু’দিন খুব ভাল ছিল। কিন্তু আমার মনে হচ্ছে বাউন্স সমস্যা করবে।’’ তবে যাই হোক আজ শান্তির ঘুম ঘুমোবেন বলেই দাবি করেছেন তিনি। ‘‘আজ সত্যিই খুব আনন্দে ঘুমবো। কাল জানতাম আজ আমাকে শুধু এক রান করতে হবে। আমি চাপে ছিলাম না। গত কাল কোনও স্পিন ছিল না উইকেটে। আজ কিছুটা ছিল। কিন্তু ভাল বিষয় হল আমরা ওদের দিয়ে অনেকক্ষণ বল করিয়েছি।’’

যদিও বাংলাদেশের উইকেটের সঙ্গে তুলনায় রাজকোটকেই এগিয়ে রাখছেন তিনি। এমনকী রাজকোটকে ব্যাটিং প্যারাডাইস বলেও আখ্যা দিয়েছেন তিনি। বলেন, ‘‘দু’জায়গার উইকেট একদম আলাদা বাংলাদেশের উইকেট খুব কঠিন ছিল। সেই তুলনায় এটা অনেক ভাল। এই উইকেট ক্রমশ কঠিন হবে সেটাও জানি। এর আগে আমি খুব দ্রুত উইকেট ছুঁড়ে দিয়ে আসতাম। গত কয়েকমাসে এটা বেশ কয়েকবার হয়েছে। আমি তিন নম্বরে ব্যাট করতে এসে যে দায়িত্ব নেওয়া উচিত সেটা এখন নিচ্ছি। গত বছর এমনটা ছিল না। আমি এই সমস্যা মেটাতে অনেক খেটেছি।’’

আরও খবর

অশ্বিনের সমর্থনে মুখ খুললেন হরভজন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moin Ali India England Test Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE