Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অ্যানফিল্ডে পরীক্ষার জন্য তৈরি মোরিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মরসুমে সাত ম্যাচের পর জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে দু’নম্বরে। রোমেলু লুকাকুদের দলের পয়েন্ট ১৯

মোরিনহো এবং ক্লপ। দুই চাণক্যের লড়াইয়ে কে জিতবে? ফাইল চিত্র

মোরিনহো এবং ক্লপ। দুই চাণক্যের লড়াইয়ে কে জিতবে? ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৪:০৪
Share: Save:

জোসে মোরিনহো বনাম য়ুরগেন ক্লপ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগের সেই মহারণ। আর তা নিয়েই উত্তেজনার পারদ চলছে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত এই নর্থ-ওয়েস্ট ডার্বির আগে ফুটছে দু’পক্ষই। যে ম্যাচের আগে প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলার গ্যারি নেভিল বলছেন, ‘‘যে কোনও ম্যান ইউ কোচের কাছেই অ্যানফিল্ডে গিয়ে মাঠে নামা আসল পরীক্ষা। আশা করছি এই পরীক্ষায় সফল ভাবেই জিতে ফিরবে জোসে মোরিনহো।’’

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মরসুমে সাত ম্যাচের পর জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে দু’নম্বরে। রোমেলু লুকাকুদের দলের পয়েন্ট ১৯। সমসংখ্যক ম্যাচের পর লিভারপুলের পয়েন্ট ১২। লিগ তালিকায় য়ুরগেন ক্লপের দল এই মুহূর্তে রয়েছে সাত নম্বরে। ফলে ফুটবল বিশেষজ্ঞদের মতে, অ্যানফিল্ডে ঘরের মাঠে শনিবার না জিতলে সমস্যায় পড়তে পারেন রবের্তো ফিরমিনোদের এই জার্মান কোচ।

আরও পড়ুন: ভেটকির ভেল্কিতে কাত স্যাঞ্চোরা

গত বছর অ্যানফিল্ডে এই ম্যাচটাই গোলশূন্য ড্র হয়েছিল। ফলে এ বার দুই কোচই জিততে মরিয়া। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহো বলছেন, ‘‘এই ম্যাচটার মজাই আলাদা। লিভারপুলের বিরুদ্ধে নব্বই মিনিটের প্রতিটা মুহূর্তই হল উপভোগ্য। লিভারপুল বেশ ভাল দল। এই ধরনের বিপক্ষের বিরুদ্ধে খেলতে নামলে ফর্ম, মুহূর্ত, ছন্দ কোনও গুরুত্ব পায় না। এটা তিন পয়েন্টের ম্যাচ। আর তার জন্য দু’দলই মাঠে নেমে নিজেকে নিংড়ে দেবে।’’

অন্য দিকে লিভারপুল কোচও এই মহারণে নামার আগে বেশ সংযত বলছেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে গত এক সপ্তাহ ধরে নানা রণকৌশল তৈরি করেছি আমরা। শনিবার মাঠে নেমে তা প্রয়োগ করার পালা।’’

ক্লপের টিমে সাদিও মানে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন। চোট রয়েছে অ্যাডাম লাল্লানারও।

পাশাপাশি ম্যান ইউ শিবিরে ফেলাইনির হাঁটুতে চোট থাকায় তিনি দলে নেই। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় নেই পল পোগবাও। ফলে দুই কোচই বিকল্প বেছে রেখেছেন নিজেদের পরিকল্পনা মতো।

অ্যানফিল্ডে এর আগে চেলসির কোচ থাকার সময় মোরিনহো গিয়ে জিতে ফিরেছেন। তাই সে কথা স্মরণ করে ম্যাচের আগে তিনি বলছেন, ‘‘অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ খেলতে সত্যিই আমি পছন্দ করি। কারণ, এই ম্যাচের পরিবেশটাই আলাদা।’’

লিভারপুল সমর্থকরা যদিও আশাবাদী অ্যানফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গোল পায় না। মোরিনহো নিজেও জানেন সে কথা। তাই সম্মানের যুদ্ধে জিততে ফুটবল দুনিয়ার ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ কোচ যে আক্রমণের রাস্তা নেবেন সে ব্যাপারে নিঃসংশয় ম্যান ইউ সমর্থকরা।

অ্যানফিল্ডে দুই চিরশত্রুর লড়াই

• ২০১২, অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে য়ুর্গেন ক্লপের বরুসিয়া ডর্টমুন্ড ২-১ হারিয়ে দিল জোসে মোরিনহোর রিয়াল মাদ্রিদ-কে। সেই ছিল দু’জনের প্রথম মুখোমুখি দ্বৈরথ।

• ২০১২, নভেম্বর: বের্নাবাউতে ফিরতি লেগ ২-২ ড্র। শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে মেসুত ওজিলের গোলে রক্ষা ‘স্পেশ্যাল ওয়ান’-এর।

• ২০১৩, এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ক্লপের বরুসিয়া ৪-১ উড়িয়ে দিল মোরিনহোর রিয়াল মাদ্রিদ-কে।

• ২০১৩, এপ্রিল: সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মোরিনহোর রিয়াল ২-০ হারাল বরুসিয়াকে। এর পরেই রিয়াল ছাড়েন মোরিনহো।

• ২০১৫, অক্টোবর: দু’জনের ক্লাব পাল্টালেও ফলে খুব তফাত নেই। ফের ক্লপের হাতে চূর্ণ মোরিনহো। লিভারপুল ৩-১ হারাল চেলসিকে।

• ২০১৬, অক্টোবর: লিভারপুলে ক্লপ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বস্‌ হিসেবে এই প্রথম তাঁর মুখোমুখি মোরিনহো। অ্যানফিল্ডে ০-০ ড্র।

• ২০১৭, জানুয়ারি: শেষ মুহূর্তে জ্ল‌াটান ইব্রাহিমোভিচের গোলে জয় আটকে গেল লিভারপুলের। ১-১ ড্র। টাচলাইনে দুই ম্যানেজারের সংঘর্ষে আরও তিক্ততা এসে পড়ল।

যে তিন দ্বৈরথের উপর ম্যাচের ভাগ্য

লুকাকু বনাম ম্যাতিপ

এভার্টন থেকে গ্রীষ্মে ট্রান্সফারের পর ১০টি ম্যাচে ১১টি গোল করেছেন রোমেলু লুকাকু। লিভারপুল সেন্ট্রাল ডিফেন্স আবার ১২টি গোল খেয়ে তোপের মুখে। সম্ভবত জোয়েল ম্যাতিপের উপরে বর্তাবে লুকাকু-কে ভোঁতা করার গুরুদায়িত্ব।

ইয়ং বনাম সালাহ্

গত তিন ম্যাচে ম্যান ইউ-এর লেফ্‌ট ব্যাকে শুরু করেছেন অ্যাশলে ইয়ং। তাঁর কাঁধে গুরুদায়িত্ব পড়তে পারে লিভারপুলের ফর্মে থাকা উইঙ্গার মহম্মদ সালাহ্-কে সামলানোর, যিনি সদ্য মিশরকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন।

মাতিচ বনাম কুটিনহো

মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে লিভারপুলের ইঞ্জিন ফিলিপে কুটিনহো। কিন্তু শনিবার অ্যানফিল্ডে তাঁর বড় পরীক্ষা, কারণ ব্রাজিলীয়কে থামাতে মরিয়া থাকবেন ম্যান ইউ-এর নেমানইয়া মাতিচ।

দু’দলের ফর্ম

• দ্বিতীয় মরসুমের স্পেশালিস্ট বলা হয় জোসে মোরিনহোকে। ম্যান ইউ-তে দ্বিতীয় মরসুমেও দারুণ শুরু করেছেন তিনি। ম্যান ইউ ৭ ম্যাচে করেছে ২১ গোল। অন্য দিকে, লিভারপুল ঠিক ততটাই খারাপ শুরু করেছে। টেবলে তাঁরা সাত নম্বরে।

জরুরি তথ্য

• চোট-আঘাতে জর্জরিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পল পোগবার পর মারুয়ান ফেলাইনিও চোটের কারণে মাঠের বাইরে।

• লিভারপুল পাচ্ছে না সাদিও মানে-কে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট।

• গত ৬ ম্যাচ ধরে ইপিএলে ‘রেড ডেভিলস’-এর বিরুদ্ধে জেতেনি লিভারপুল।

• অ্যানফিল্ডে গত পাঁচটি সাক্ষাতের তিনটিতে জিতেছে ম্যান ইউ। একটি হেরেছে, একটি ড্র।

• সাত বারের মুখোমুখি সাক্ষাতে মোরিনহোর বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ হেরেছেন ক্লপ (শুরুতে তালিকা দেখুন)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE