Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Bhuvneshwar Kumar

ম্যাচ জেতাতে ধোনিই গাইড করেছিল আমাকে: ভুবনেশ্বর

ওয়ান ডে কেরিয়ারে প্রথম অর্ধশতরান করার সব কৃতিত্বই প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিকে দিলেন ভুবি।

ম্যাচ জিতিয়ে ভুবনেশ্বরের সঙ্গে ধোনি। ছবি: রয়টার্স।

ম্যাচ জিতিয়ে ভুবনেশ্বরের সঙ্গে ধোনি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৬:২৬
Share: Save:

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে কার্যত হারের মুখ থেকে ভারতীয় দলকে বাঁচিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি এবং ভুবনেশ্বর কুমারেরে সেঞ্চুরি পার্টনারশিপ। ধোনির অপরাজিত ৪৫ রানের ইনিংস আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কেন ভারতীয় দলে তিনি এখনও অপরিহার্য। শুধু ধোনিই নন, এ দিন ভারতের হয়ে অনবদ্য ৫৩ রানের ইনিংস খেলেন ভুবনেশ্বর কুমার। তবে, ওয়ান ডে কেরিয়ারে প্রথম অর্ধশতরান করার সব কৃতিত্বই প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিকে দিলেন ভুবি।

আরও পড়ুন: কলকাতা ছাড়াই টার্নিং পয়েন্ট ছিল: একান্ত সাক্ষাৎকারে দেবব্রত

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত বিতর্ক: পক্ষে মিলখা, বিপক্ষে চুনী

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ভুবি বলেন, “আমি যখন ব্যাট করতে আসি তখন এমএস আমায় বলে নিজের মতো খেলতে। যেমনটা আমি টেস্টে খেলি। ফলে আমি কখনই নিজের উপর চাপ তৈরি হতে দিইনি। জানতাম যদি আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতি পারি তা হলে সহজেই ম্যাচটা বার করা যাবে। ধোনিভাই আমাকে সর্বক্ষণ গাইড করে গিয়েছে।”

এ দিন ধোনির পাশাপাশি ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের প্রশংসাও শোনা যায় ভুবির গলায়। তিনি বলেন, “আমি কখনই ভাবিনি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে কখনও অর্ধ শতরান করতে পারব। কিন্তু সঞ্জয় বাঙ্গারকে ধন্যবাদ। তিনি আমার ব্যাটিং স্কিল উন্নতির জন্য টেস্টের মাঝে আমাকে নিয়ে প্রচুর খেটেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE