Advertisement
০৪ মে ২০২৪

দু’শো পেরোল পাকিস্তান

বৃষ্টি আর টিম সাউদির ছ’উইকেট নেওয়া আগুনে বোলিংয়ের জোড়া ধাক্কায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২১৬ রানে।

আউট রিজওয়ান। ছবি: এএফপি।

আউট রিজওয়ান। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
হ্যামিল্টন শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৩:৩৩
Share: Save:

বৃষ্টি আর টিম সাউদির ছ’উইকেট নেওয়া আগুনে বোলিংয়ের জোড়া ধাক্কায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২১৬ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৭১ তোলার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথম ওভারে মাত্র এক বলের পরেই বৃষ্টিতে এ দিনের মতো খেলা বন্ধ করে দিতে হয়। তবে কেন উইলিয়ামসনরা প্রথম ইনিংসে এগিয়ে আছেন ৫৫ রানে। পাকিস্তান গতকাল দিন শেষ করেছিল পাঁচ উইকেটে ৭৬ রান তুলে। সেখান থেকে এ দিন টিমকে দু’শো পার করানোয় বড় ভূমিকা নিলেন বাবা আজম। বাইশ বছরের তরুণ ব্যাটসম্যান প্রথমে সরফরাজ আহমেদের (৪১) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৪ রান ও সপ্তম উইকেটে সোহেল খানের (৩৭) সঙ্গে ৬৭ রানের দু’টি পার্টনারশিপে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যান। সম্পর্কে কামরান আকমলদের তুতো ভাই, আজমই একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান যিনি সাউদির পেস সামলালেন সাবলীল ভাবে। কিন্তু উল্টো দিকে বাকিরা পর পর ফেরায় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৯০ রান দূরে একা অপরাজিত থেকে গেলেন। অন্য দিকে, সাউদি দিনের শুরুতে কয়েকটা ওভার মার খেলেও পরে ফিরে এসে পাকিস্তানের টেল এন্ডারদের তুলে নিলেন। সাউদির ৬ উইকেট এল ৮০ রানের বিনিময়ে। তিন উইকেট নিল ওয়াগনারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan 2nd test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE