Advertisement
০১ মে ২০২৪
India

বিশ্বকাপের জন্য ভারতের চূড়ান্ত ১৫ জনের দলে কারা থাকতে পারেন

অপেক্ষা আর মাস তিনেকের। ইংল্যান্ডে বসতে চলেছে ক্রিকেট বিশ্বযুদ্ধের আসর। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের উপর নির্ভর করে মোটামুটি প্রথম পনেরো বেছেই ফেলেছেন নির্বাচকরা। এখন শুধুমাত্র চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। শেষ মুহূর্তে বড় রদবদল না হলে দলে আসার সম্ভাবনা কম জাডেজার। আবার দলে ঢুকে পড়তে পারেন ঋষভ পন্থ। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে বিশ্বকাপে জন্য ভারতের সম্ভাব্য ১৫ জনের দল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৯
Share: Save:
০১ ১৬
অপেক্ষা আর মাস তিনেকের। ইংল্যান্ডে বসতে চলেছে ক্রিকেট বিশ্বযুদ্ধের আসর। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের উপর নির্ভর করে মোটামুটি প্রথম পনেরো বেছেই ফেলেছেন নির্বাচকরা। এখন শুধুমাত্র চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। শেষ মুহূর্তে বড় রদবদল না হলে দলে আসার সম্ভাবনা কম জাডেজার। আবার দলে ঢুকে পড়তে পারেন ঋষভ পন্থ। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে বিশ্বকাপে জন্য ভারতের সম্ভাব্য ১৫ জনের দল।

অপেক্ষা আর মাস তিনেকের। ইংল্যান্ডে বসতে চলেছে ক্রিকেট বিশ্বযুদ্ধের আসর। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের উপর নির্ভর করে মোটামুটি প্রথম পনেরো বেছেই ফেলেছেন নির্বাচকরা। এখন শুধুমাত্র চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। শেষ মুহূর্তে বড় রদবদল না হলে দলে আসার সম্ভাবনা কম জাডেজার। আবার দলে ঢুকে পড়তে পারেন ঋষভ পন্থ। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে বিশ্বকাপে জন্য ভারতের সম্ভাব্য ১৫ জনের দল।

০২ ১৬
রোহিত শর্মা: ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। দুর্দান্ত স্ট্রোকপ্লেয়ার।

রোহিত শর্মা: ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। দুর্দান্ত স্ট্রোকপ্লেয়ার।

০৩ ১৬
শিখর ধওয়ন: ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতির জুটি ওপেনিংয়ে সেরা।

শিখর ধওয়ন: ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতির জুটি ওপেনিংয়ে সেরা।

০৪ ১৬
বিরাট কোহালি: অধিনায়ক ও প্রধান ভরসা। প্রার্থনা, এই ফর্মেই থাকুন তিনি।

বিরাট কোহালি: অধিনায়ক ও প্রধান ভরসা। প্রার্থনা, এই ফর্মেই থাকুন তিনি।

০৫ ১৬
অম্বাতি রায়ুডু: ওয়েলিংটনের ৯০ সংশয় দূর করেছে। চার নম্বরে তিনিই।

অম্বাতি রায়ুডু: ওয়েলিংটনের ৯০ সংশয় দূর করেছে। চার নম্বরে তিনিই।

০৬ ১৬
কেদার যাদব: মাঝের দিকে ব্যাট হাতে সফল। আছে অফব্রেক বোলিংও।

কেদার যাদব: মাঝের দিকে ব্যাট হাতে সফল। আছে অফব্রেক বোলিংও।

০৭ ১৬
এম এস ধোনি: শেষ চার ম্যাচে তিনটি পঞ্চাশ। সঙ্গে কিপিংয়েও ক্ষিপ্র।

এম এস ধোনি: শেষ চার ম্যাচে তিনটি পঞ্চাশ। সঙ্গে কিপিংয়েও ক্ষিপ্র।

০৮ ১৬
ঋষভ পন্থ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপে না গেলেই অঘটন।

ঋষভ পন্থ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপে না গেলেই অঘটন।

০৯ ১৬
হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হিসেবে কোহালির অন্যতম তুরুপের তাস।

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হিসেবে কোহালির অন্যতম তুরুপের তাস।

১০ ১৬
যশপ্রীত বুমরা: বুম বুম বুমরা ধ্বনি জোরাল হচ্ছে। সেরা অস্ত্র বোলিংয়ে।

যশপ্রীত বুমরা: বুম বুম বুমরা ধ্বনি জোরাল হচ্ছে। সেরা অস্ত্র বোলিংয়ে।

১১ ১৬
ভুবনেশ্বর কুমার: নতুন বলে বুমরার সঙ্গী। বু-ভু জুটির দিকে তাকিয়ে দল।

ভুবনেশ্বর কুমার: নতুন বলে বুমরার সঙ্গী। বু-ভু জুটির দিকে তাকিয়ে দল।

১২ ১৬
মহম্মদ শামি: নবাব ফিরেছেন রাজকীয় ভঙ্গিতেই। ইংল্যান্ডে যাচ্ছেনই।

মহম্মদ শামি: নবাব ফিরেছেন রাজকীয় ভঙ্গিতেই। ইংল্যান্ডে যাচ্ছেনই।

১৩ ১৬
কুলদীপ যাদব: ক্রিকেট বিশ্ব তাঁকে দেখার অপেক্ষায়। চায়নাম্যান বিস্ময়।

কুলদীপ যাদব: ক্রিকেট বিশ্ব তাঁকে দেখার অপেক্ষায়। চায়নাম্যান বিস্ময়।

১৪ ১৬
যুজবেন্দ্র চহাল: লেগস্পিনার হয়েও আগ্রাসী। কুল-চা জুটি নজরে।

যুজবেন্দ্র চহাল: লেগস্পিনার হয়েও আগ্রাসী। কুল-চা জুটি নজরে।

১৫ ১৬
খলিল আহমেদ: বাঁ হাতি বলে চতুর্থ পেসার হিসাবে মহম্মদ সিরাজের চেয়ে কিছুটা এগিয়ে। দারুণ মানসিকতা। কিন্তু প্রশ্ন বলের গতি নিয়ে।

খলিল আহমেদ: বাঁ হাতি বলে চতুর্থ পেসার হিসাবে মহম্মদ সিরাজের চেয়ে কিছুটা এগিয়ে। দারুণ মানসিকতা। কিন্তু প্রশ্ন বলের গতি নিয়ে।

১৬ ১৬
দীনেশ কার্তিক: ফিনিশারের কাজে সফল। পন্থের সঙ্গে টক্কর হবে। তবে শুধু ব্যাটসম্যান হিসেবেও যেতে পারেন।

দীনেশ কার্তিক: ফিনিশারের কাজে সফল। পন্থের সঙ্গে টক্কর হবে। তবে শুধু ব্যাটসম্যান হিসেবেও যেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE