ঠিক যেন পাশের বাড়ির কেউ। সেলেব বলে কোনও নিরাপত্তার বাড়াবাড়ি নেই। এমনকী অভিব্যক্তিতেও কুছ বোঝার উপায় নেই। সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়! এমনই একটি ছবি এই মুহূর্তে ভাইরাল। ছবিটি নিয়ে আলোচনায় মশগুল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু, কেন? ঠিক কী কারণে নেটিজেনদের কাছে এমন সাড়া ফেলেছে সেই ছবি?
ছবিতে দেখা যাচ্ছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় তাঁর দুই ছেলে সমিত ও অন্বয়ের সঙ্গে একটি বিজ্ঞান প্রদর্শনীতে গিয়েছিলেন। আর সেখানে অন্য অভিভাবকদের মতোই ভিড়ের এক জন হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন! তাঁর এই ‘ডাউন টু আর্থ’ ভঙ্গিই গত বৃহস্পতিবার টুইটারে পোস্ট হতে না হতেই হয়ে উঠেছে ভাইরাল।
আরও পড়ুন: দীপিকার গানে নাচলেন মানুষী ছিল্লর, দেখুন ভাইরাল ভিডিও