Advertisement
১৯ মে ২০২৪

চোটের ঝুঁকি নিয়েই কাদা মাঠে চলছে খেলা

সারাদিনই চলছে ভারী বৃষ্টি। যার জেরে কাদা ও জলে খেলার প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠ। কিন্তু সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করানোর জন্য সেই মাঠেই খেলানো হচ্ছে সুব্রত কাপ স্কুল ফাইনালের জেলা পর্যায়ের খেলা।

এক ঝলক দেখলে বোঝার উপায় নেই মাঠ না জমি। শিলিগুড়ির চাঁদমণি উপজাতি ময়দানের হাল এমনই। শনিবার সেখানেই চলছে সুব্রত কাপ। ছবি: বিশ্বরূপ বসাক।

এক ঝলক দেখলে বোঝার উপায় নেই মাঠ না জমি। শিলিগুড়ির চাঁদমণি উপজাতি ময়দানের হাল এমনই। শনিবার সেখানেই চলছে সুব্রত কাপ। ছবি: বিশ্বরূপ বসাক।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০১:৪৩
Share: Save:

সারাদিনই চলছে ভারী বৃষ্টি। যার জেরে কাদা ও জলে খেলার প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠ। কিন্তু সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করানোর জন্য সেই মাঠেই খেলানো হচ্ছে সুব্রত কাপ স্কুল ফাইনালের জেলা পর্যায়ের খেলা। এমনকী, গুরুতর চোট-আঘাতের ঝুঁকি নিয়েই। শনিবার শিকলিগুড়িতে দু’টি মাঠেই খেলতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছে খেলোয়াড়দের।

তিন দিন আগেই শিলিগুড়ি জেলার নর্থ জোনের খেলা শুরু হয়েছিল চাঁদমণি উপজাতি মাঠে। সাউথ জোনের খেলা শুরু হল কাঞ্জনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে। ওই দুই মাঠেই খেলতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে খুদে খেলোয়াড়দের। চাঁদমণি মাঠের হাল বেশি খারাপ। আয়োজকরা স্বীকারও করেছেন সেই কথা। কিন্তু তাঁদের কিছু করার নেই বলেও জানান তাঁরা। শিলিগুড়ি জেলা স্কুল স্পোর্টস বোর্ডের সভাপতি মদন ভট্টাচার্য জানান, সূর্যনগর ময়দান ও তরাই স্কুল ময়দানে সাধারণত খেলা হয়ে থাকে। কিন্তু ওই দু’টি মাঠই মেরামত করা হচ্ছে। ফলে সেখানে খেলা আয়োজন করা যায়নি। মদনবাবুর কথায়, ‘‘শিলিগুড়িতে মাঠের অভাব রয়েছে। তাই আগামীবার সূচি একটু এগিয়ে দেওয়ার অনুরোধ জানাব। তাতে মাঠ শুকনো থাকবে। অসুবিধা হবে না।’’ কিন্তু স্কুল স্পোর্টস বোর্ডের সম্পাদক অনুপ সরকার এই মাঠগুলিকেই সেরা মাঠ বলে দাবি করেছেন। তাঁর দাবি, ‘‘এগুলোই আমাদের সেরা মাঠ। অন্য মাঠে হলে আরও অসুবিধা হত।’’

চাঁদমণি মাঠটি আকারে একটু ছোট। ঘাস কম থাকলেও এ দিন লাগাতার বৃষ্টি হওয়ায় জল দাঁড়িয়ে যায় মাঠে। এমনকী মাঠের বেশ কয়েকটি জায়গায় বলও গড়াচ্ছিল না বলে দাবি। খেলা চালিয়ে যাওয়া নিয়ে অসন্তোষ থাকলেও সরকারিভাবে কেউই কোনও অভিযোগ জানাননি। কয়েকবার ট্যাকল করতে গিয়ে আছাড় খেয়েছে খেলোয়াড়রা। মাঠের কারণেই এমনটা হয়েছে বলে দাবি। এই রকম মাঠে ভাল খেলা সম্ভব নয় বলে মত উপস্থিত সবারই। খুদে খেলোয়াড়দের গুরুতর চোট লাগলে তার দায় কে নেবে, তারও জবাব মেলেনি।

এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাউথ জোনের অনূর্ধ্ব ১৭ পর্যায়ে দু’টি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠকে ০-৯ গোলে হারিয়ে দেয় বিবেকানন্দ বিদ্যাপীঠ। বিবেকানন্দের সঞ্জয় সোরেন হ্যাটট্রিক করে। এছাড়া ইস্রাফিল দেওয়ান ২টি এবং বাকি গোলগুলি করে রাজু রায়, সোমেন দত্ত, জাকির আলি মল্লিক ও জাহির আলি মল্লিক। অন্য ম্যাচে জগদীশ বিদ্যাপীঠ শিলিগুড়ি বয়েজ হাইস্কুলকে ৩-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের অভিষেক সিংহ, রিমন সরকার ও গৌরব সরকার একটি করে গোল করে। এ দিন চাঁদমণি উপজাতি মাঠে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের প্রথম খেলায় মার্গারেট সিস্টার নিবেদিতা হাইস্কুল ও পরমানন্দ নেপালি হাইস্কুলের মধ্যে খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে শেষ হয়। টাইব্রেকারে ২-০ গোলে মার্গারেট জয়ী হয়। পরের খেলায় ভারতী হিন্দি হাইস্কুল ও নেপালি কল্যাণ বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে ফল হয় ১-১। ভারতীর হয়ে শাহিদ ওঁরাও ও নেপালির হয়ে অজয় থাপা গোল করে। টাইব্রেকারে ৪-২ গোলে ভারতী জয়ী হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subrata Cup Student Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE