চলতি মরসুমে অপ্রতিরোধ্য রজার ফেডেরার। মরসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সদ্য সমাপ্ত উইম্বলডন, সবেতেই নিজের আধিপত্য বজায় রেখেছেন কিংবদন্তি এই টেনিস তারকা। ৪ বছর পর উইম্বলডন জিতে ১৯তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন। এ বার সেই রজারই খেলবেন আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া রজার্স কাপে।
আরও পড়ুন: অনেক বড় নামও করেনি লঙ্কা-জয়, তোপ শাস্ত্রীর
২০১১-এ শেষ বার মন্ট্রিয়লে খেলেছিলেন ফেডেরার। আগামী ২৮ অগস্ট শুরু হওয়া ইউএস ওপেনের আগে রজার্স কাপকেই প্রস্তুতির আসর হিসেব বেছে নিয়েছেন এই সুইস তারকা।